সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় র্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৮ নভেম্বর) ভোরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে দুর্গম পাহাড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে। তবে কি পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে এবং গ্রেফতারকৃতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি র্যাব।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ কুতুপালং এলাকার দুর্গম পাহাড়ে অভিযান শুরু করে। সেখানে সন্ত্রাসীরা আস্তানা গেড়েছিল।
সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করলে র্যাবও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এ সময় ৩ জনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র জব্দ করা হয়। পরে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।