সোমবার, ২৮ Jul ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকারকে তেজগাঁও বিভাগের ডিসি পদে পদায়ন করা হয়েছে। আজ সোমবার (১৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
এ পদে পদায়নের আগে বিপ্লব কুমার সরকার রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) ছিলেন। গত ১৮ অক্টোবর তাকে ডিএমপিতে বদলি করা হয়। তারও আগে বিপ্লব কুমার ডিএমপির তেজগাঁও বিভাগেরই ডিসি পদে ছিলেন।
আদেশে বিপ্লব কুমার ছাড়াও ডিএমপির ডিসি সঞ্জিত কুমার রায়কে সচিবালয় নিরাপত্তা বিভাগের ডিসি পদে এবং তেজগাঁও বিভাগের ডিসি মো. শহিদুল্লাহকে ডিএমপির কাউন্টার টেরোরিজমের ইনভেস্টিগেশন বিভাগের ডিসি পদে বদলি করা হয়েছে।