শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বী মঙ্গল কামনা ও ভাই-বোনের বন্ধনের উৎসব ভাইফোঁটা অনুষ্ঠিত কুড়িগ্রাম ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন নরসিংদীর শিবপুরে বিএসটিআই সনদ ছাড়াই উৎপাদন, নিউ সুমন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা জরিমানা দশ কোম্পানির বীমা খাতের বোর্ড সভার তারিখ ঘোষণা ই-রিটার্ন দাখিল সহজ করল এনবিআর প্রবাসীদের জন্য চীনের সহায়তায় নিজেদের হারানো এলাকা পুনর্দখলে নিচ্ছে মিয়ানমার বর্ণাঢ্য আয়োজনে আস্থা লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সংযুক্ত ৫ ব্যাংকের নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জেমসের গানে মাতাল জীবন সঙ্গী নৃত্যশিল্পী নামিয়া আনাম

হাফ ভাড়া নিয়ে ধর্ষণের হুমকি, বদরুন্নেসার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৪৮

নিজস্ব প্রতিবেদক: হাফ পাস দেওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ফারহানা রহমান নামের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২১ নভেম্বর) চানখারপুর এলাকায় কলেজের সামনের সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। সকাল ৯টার দিকে তারা সড়ক বন্ধ করে দেওয়ার পর কলেজ প্রশাসন শিক্ষার্থীদের ভেতরে নিয়ে তালাবন্ধ করে দেয়। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা ভেঙে পুনরায় সড়ক অবরোধ করে।

বিক্ষোভকে কেন্দ্র করে বর্তমানে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষকদের বাধার মুখে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস প্রাঙ্গণ ছেড়ে এখনো রাজপথে বের হতে পারেনি। তবে বিক্ষোভরত শিক্ষার্থীরা জানিয়েছে, তারা তাদের দাবি আদায়ে অনড়। তারা এই ঘটনার বিচার চায়।

এ বিষয়ে বদরুন্নেসা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার বলেন, কলেজের একজন শিক্ষক ফোনে আমাকে ছাত্রী হেনস্তার বিষয়টি জানিয়েছেন। তারা কলেজ প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দিয়েছে। আমরা চাইনা তারা ঝামেলা করুক। আমরা ঠিকানা বাসের মালিককে আসতে বলেছি। এটা কলেজের কোনো ঝামেলা না। বাইরের বিষয়। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। শিক্ষকরা শিক্ষার্থীদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বাইরে থেকে কেউ আমাদের কলেজের শিক্ষার্থীদের প্রভাবিত করছে বলে ধারণা করছি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম বলেন, ছাত্রী হেনস্তার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। খোঁজ নিয়ে দেখছি।

শিক্ষার্থীরা দাবি, কলেজের এক শিক্ষার্থী ঠিকানা এক্সপ্রেস লিমিটেডের বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় ওই গাড়ির হেলপার বাস থেকে নামার সময় তাকে ধর্ষণের হুমকি দেয়। তবে বাসটি দ্রুত চলে যাওয়ায় সে ওই গাড়ির হেলপারের নাম জানতে বা গাড়ির নম্বর লিখে নিতে পারেনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি-

১. স্টুডেন্টদের বাসে হাফ পাস নিশ্চিত করতে হবে,

২. স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না,

৩. কলেজের সামনে সুন্দরমতো গাড়ি থামাতে হবে,

৪. স্টুডেন্টদের সম্মান সহকারে বাসে উঠাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com