সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৪১ অপরাহ্ন
দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধি। ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৫ ডিসেম্বর /২১) সকাল সাড়ে আটটার সৃময় গৌরীপুর থেকে রামগোপালপুর যাওয়ার পথে বাবুল মিয়া (বজলুর রশিদের) অটোরিকসাটি ভবানীপুর মোড় অতিক্রম করার সময় মোঃরিপন মিয়ার ৪ বছরের শিশুকন্যা সামিয়া আক্তার হঠাৎ অটোরিকশার সামনে দিয়ে দৌড় দিলে তাকে বাঁচাতে অটোরিকশা চালক বাবুল মিয়া গাড়ীর মায়া ত্যাগ করে পাশেথাকা একটি অর্জুন গাছে মেরে গতিরোধ করার চেষ্টা করলে অটোরিকশার গ্লাসের সম্পুর্ণ ভেঙে যায় এবং ইঞ্জিনের ক্ষয় ক্ষতি সাধিত হয়। এতে সামনের গ্লাস ভেঙে গিয়ে চালকের মাথার বেশ কিছু অংশ কেটে যায় এবং যাএীদের জখম হয়। দূর্ঘটনার খবর পেয়েই রামগোপালপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী আঞ্জুয়ারা বেগমের স্বামী লিটন মিয়া আহত গাড়ি চালক বাবুল মিয়াকে নিয়ে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার মাথায় ৪টি সেলাই লাগে। চালক বাবুল মিয়ার সাথে কথা বল জানাজায়, তিনি তিনমাস পূর্বে উক্ত অটোরিকশা টি একলক্ষ আশিহাজার টাকায় ক্রয় করেছেন। অটোরিকশার সামনের গ্লাস ও ইঞ্জিন মেরামত করাতে ৪০/৫০, হাজার টাকা লাগবে। তিনি বলেন,আমার অটোরিকশার চেয়েও একটি শিশুর জীবন বহুমুল্যবান তাই অটোরিকশা গেলেও আমার দূঃখ নেই।