বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন
নোয়াখালীর বেগমগঞ্জে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে একজন হলেন স্থানীয় মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
জানা গেছে, আজ শনিবার ভোরে উপজেলার একলাশপুর ইউনিয়নের ভিআইপি রোডের চৌকিদার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, বেগমগঞ্জ উপজেলায় দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, মাদক সংক্রান্ত দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টির তদন্ত চলছে।