রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

দিনাজপুরে বাস উল্টে নিহত দুই, আহত ১২

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৪

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর সেতুর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দিনাজপুর সদর উপজেলার উত্তরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমদ্দিনের ছেলে জলিল উদ্দিন (৫০)।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রসিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় চিরিরবন্দর উপজেলার মোহনপুর সেতুর সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে উল্টে যায়।

তিনি আরও বলেন, এ সময় বাসের যাত্রী হালিমা খাতুন ও জলিল উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com