সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার ইন্দুর কানী উপ জেলার ১নং৷ পাড়ের হাট ইউনিয়ন টি.সি.বি পন্য বিতরণ নিয়ে হতাশ সাধারন মানুষ। পাড়ের হাট ইউনিয়নে একাধিক হাট থাকলেও নিয়মিতভাবে হাট বসে সুধু পাড়ের হাটে।ইউনিয়নের সাধারন মানুষের নিকট হিসেবে পরিচিতি লাভ করেছে পাড়ের হাট বাজার।টিসিবি পন্যসামগ্রিই বিতরনে কেন্দ্র হিসেবে বেছে নেয় সাধারণ ভোক্তারা,বাজার করার পাসা পাসি টি.সি.বি মালামাল ক্রয় করা সহজ বলে মনেকরেন তারা, কিন্তু সময় মতো পন্য সরবারহ না থাকায় বিপাকে আছেন পাড়ের হাটের সল্প আয়ের মানুষেরা।পাড়ের হাটে ৩টি ইন্দুর কানী তে একটি প্রতিষ্ঠানে টিসিবিপন্য সামগ্রি বিক্রি করা হচ্ছে।পন্য সল্পতার কারনে সাধারণ ভোক্তারা হতাশ ইউনিয়নে ৩টি বিক্রয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পন্যসামগ্রিই বিক্রি হচ্ছে, কিন্ত পন্য সল্পতার কারনে হতাশ ক্রেতা বিক্রেতা উভয়।