সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
মোঃ জহিরুল ইসলাম সবুজ, বরিশাল:
বোমা তৈরির কারিগরের বসত ঘরে সোমবার দুপুরে বোমা বিস্ফোরনের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। খবর পেয়ে এলাকার জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ওই ঘরের সদস্যরা আত্মগোপন করেছে।
ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ড নন্দনপট্টি গ্রামের। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক সরদার বলেন, দুপুর দুইটার দিকে নন্দনপট্টি গ্রামের চিহ্নিত বোমা তৈরির কারিগর ও মাদক বিক্রেতা কবির মৃধা ওরফে বোমা কবির ওরফে কালা কবিরের বসত ঘরে বোমা বিস্ফোরনের বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। সে (কবির) ওই গ্রামের মৃত মোহাম্মদ মৃধার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. নুরমোহাম্মদ সরদার জানান, খবর পেয়ে তিনিসহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই কালা কবিরের পরিবারের সদস্যরা আত্মগোপন করেছে। তিনি আরও জানান, বোমা বিস্ফোরনের পর ওই ঘরের মধ্যের স্টিলের আলমিরাসহ অন্যান্য মালামাল তছনছ হয়ে গেছে। তবে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। ধারনা করা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে স্টীলের আলমিরার মধ্যে বোমাগুলো সংরক্ষন করাছিলো। সোমবার দুপুরে প্রচন্ড রোদের কারণে বোমাগুলো একত্রে বিস্ফোরিত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করা গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, অতিসম্প্রতি একই ইউনিয়নের মাদ্রা গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরনে একজনের মৃত্যু হয়েছে।