রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

ডিমলায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৬৭

মোঃ মাসুদ রানা, ডিমলা, নীলফামারী( প্রতিনিধি) ঃ
৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) সমবেত জনসমুদ্রে জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু। তাঁর এই ভাষণ জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। ২০১৭ সালে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্য ডিমলা উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ মার্চ/২২ সকালে র‌্যালি শেষে ইউএনও বেলায়েত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মো: আফতাব উদ্দিন সরকার,এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুু,জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফেরদৌস পারভেজ,থানা ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, ওসি-(তদন্ত) বিশ্বদেব রায়, এ এইচ এম ফিরোজ( ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী, সাংবাদিকবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিদ্বয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com