সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বরিশেিলর আগৈলঝাড়ায় আট দিন ধরে নিখোঁজ রয়েছে প্রিয়াংকা বাড়ৈ (২২) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবতী। নিখোঁজ প্রিয়ংকা বাড়ৈ উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামের দরিদ্র নারায়ন বাড়ৈর মেয়ে।
সুস্থ্য স্বাভাবিক অবস্থায় গত ৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শবর্তী কোটালীপাড়া থানার রামশীল গ্রামের মিঠুন বাড়ৈর সাথে। বিয়ের ছয় মাস যেতে না যেতে মানসিক সমস্যা দেখা দিলে বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর থেকে বাবার বাড়িতে থাকেন প্রিয়াংকা। মানসিক সমস্যা বাড়লেই বাড়ি থেকে রের হয়ে যায় প্রিয়ংকা বাড়ৈ। এর আগে অনেকবার বাড়ি থেকে রের হলেও খোঁজা খুজি করে বাড়ি নিয়ে গেলেও এবার আট দিন অতিবাহিত হলেও প্রিয়ংকা বাড়ৈকে পাওয়া যায়নি।
আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে আজ ২৪ মার্চ সন্ধ্যায় আগৈলঝাড়া থানায় একটি (নিখোঁজ) ডায়েরি করেছেন তার ভাই নির্মল বাড়ৈ। ডায়েরি নং ৯৫৭ তারিখ ২৪ মার্চ ২০২২ইং।
এব্যাপারে নিখোঁজ প্রিয়াংকা বাড়ৈর বড় ভাই নির্মল বাড়ৈ বলেন, আমার বোন বিবাহ বিচ্ছেদের পর থেকে মানসিক ভারসম্যহীন হয়ে পরে। বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হলেও আমার বোন প্রিয়াংকা বাড়ৈ স্বাভাবিক হয়নি। আজ আট দিন ধরে নিখোঁজ রয়েছে। যদি কোন স্ব-হৃদয়বান ব্যাক্তি আমার বোনের সন্ধান পান তাহলে যোগাযোগ করার অনুরোধ রইল।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, ইতোমধ্যে আমরা সব থানায় ম্যাসেজ পাঠিয়েছি। যদি কেউ প্রিয়াংকার সন্ধান পান তাহলে আগৈলঝাড়া থানার মোবাইল নম্বর ০১৩২০১৫১৩১৬ অথবা নিখোঁজ মানসিক প্রতিবন্ধী প্রিয়াংকার ভাই নির্মল বাড়ৈ এর মোবাইল নম্বর ০১৭৭৫১৫০৬৯৪ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।