সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ পড়ে নারীসহ ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোররাতে উপজেলার পাতলি ইউনিয়নের সুলেমানপুর গ্রামে ঘটনাটি ঘটে।
এতে নিহতরা হলেন- হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫) এবং তাদের চার বছর বয়সী মেয়ে মাহিমা আক্তার ও এক বছর বয়সী ছেলে হোসাইন মিয়া।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এরই মধ্যে গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরের মধ্যে পড়ে। সেই ঘর চাপা পড়ে তিনজন প্রাণ হারান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানিয়েছেন, ওই পরিবারটি নেত্রকোনার বাসিন্দা। তারা সুলেমানপুর গ্রামের এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করেন। আজ ভোরে কালবৈশাখী ঝড়ে তাদের টিনের ঘরের ওপর দুইটি বড় গাছ ভেঙে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়।