শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

ডিমলায় ঈদের হাওয়ায় ব্যস্ত সময় পাড় করছে দর্জিরা

ডিমলায় ঈদের হাওয়ায় ব্যস্ত সময় পাড় করছে দর্জিরা

Exif_JPEG_420

মোঃ মাসুদ রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় পবিত্র ঈদকে সামনে রেখে নতুন পোশাক তৈরির ধুম পড়েছে দর্জি পাড়ায়। ফলে ব্যস্ততা বেড়েছে দর্জির দোকানগুলোতে। কারিগরদের এখন কাটছে নির্ঘুম রাত। রাত জেগে তারা তৈরি করছে নিত্য নতুন ডিজাইনের জামা-কাপড়।
ডিমলার বাজারের দর্জির দোকানগুলো ঘুরে দেখা যায়, প্রতিটি দর্জির দোকানের কারিগররা চরম ব্যস্ত সময় পাড় করছে। ঈদের প্রচুর কাজ জমে আছে। তাই কথা বলার তো দুরের পরের বিষয় ঠিকমতো খাওয়ারো সময়ও নেই তাদের।
নবরুপা টেইলার্সের স্বতাধিকারী মোঃ মনিরুজ্জামান(মুন্না) জানান, গত বছরের তুলনায় এবার রোজার প্রথম থেকেই অর্ডার দেয়া শুরু হয়েছে। এছাড়া ১৫ রোজার পর আরও প্রচুর অর্ডার আসবে বলে আশা করছি। বর্তমানে কাজের যে চাপ ২০ রোজার পর থেকে আর অর্ডার নেয়া সম্ভব হবে না।
ইয়ংলাইট এসসিএস লিঃ এর ম্যানেজার মোঃ সফিকুল ইসলাম জানান, একটু আগেভাগেই দর্জির দোকানে ছেলে মেয়েদের পোশাক বানাতে এসেছি। রোজার শেষের দিকে ভিড় বাড়ে। তখন অনেক বেশি ঝামেলা হয়। তবে এবার ঈদে পোশাকের মজুরি একটু বেশি যা গ্রহনযোগ্য নয়।
দর্জি মালিক সমিতির সম্পাদক মোঃ মাহবুব হাচান জানান, ঈদ উপলক্ষে কারিগরদের বেতনের পাশাপাশি বোনাসও দিতে হয়। তাই একটু বেশিই মজুরি নেয়া হচ্ছে। তবে তা মাত্রা অতিরিক্ত নয়।
উপজেলার বিভিন্ন দর্জির দোকানগুলো ঘুরে দেখা যায় নরমাল থ্রিপিস বানাতে মজুরি নেয়া হচ্ছে ৩০০-৩৫০ টাকা, প্যান্ট ৩৫০-৪০০ টাকা ও শার্ট ৩০০-৩৫০ টাকা,ফতুয়া ২৫০ টাকা,পাঞ্জাবি ৩৫০-৪০০ টাকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com