বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরে বাদামখেতে কাজ করার সময় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু এবং কমপক্ষে ১০ জন বাদামচাষি আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলার তাহিরপুর উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের পাশে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহতদের বাদাঘাট, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, পাহাড়ি ঢলে বাদামখেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় সুন্দরপাহাড়ি গ্রামের বাদাম চাষিরা পরিবারের শিশু-নারীসহ সবাইকে নিয়ে বাদাম তুলতে যান। দুপুর ১২টায় ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সুন্দরপাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আবুল আজিজের ছেলে আমিরুলের (১১) মৃত্যু ঘটে।

 

এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের তাহিরপুর, বাদাঘাট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের হাতে ৫ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com