মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৩১ অপরাহ্ন
এক্সক্লুসিভ ডেস্ক: শরীরে একটা ছাপ পড়ে বয়স যদি বাড়ে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তবে কতটুকু ধরে রাখা যায় সেটা নিয়ে চেষ্টা করার দোষ কোথায়। বড় কথা, সময়টাকো তো আর আটকে রাখা সম্ভব নয়, সে তার নিজের নিয়মেই কাজ করে যায়।
এই সময়টা যেমন চুলে রুপোলি রেখা দেখা যায়, তেমনই চোখের কোনায় বা ঠোঁটের ভাঁজেও আভাস মেলে বয়সের। কিন্তু সময়ের ক্রমশ এগিয়ে আসা থাবা ঠেকিয়ে রাখতে হলে, নিজের যৌবন ধরে রাখতে চাইলে কিছু অভ্যাস এখনই বদল করুন।
আমাদের ত্বক ঠিক রাখার জন্য কত কাঠখড়ই না পোড়াতে হয়। মুখ রোজ পরিষ্কার করা, টোনার লাগানো, ময়শ্চারাইজার লাগিয়ে আর্দ্র রাখা। এসব করা সত্ত্বেও অলক্ষেই থাবা বসায় আমাদের বয়সের দাগ। বিশেষ করে ৩০ পেরনোর পর। এই সময় চোখের নিচের ত্বকে দাগ ও বলিরেখা স্পষ্ট হতে দেখা যায়।
আমাদের ত্বক ঠিক রাখার জন্য কত কাঠখড়ই না পোড়াতে হয়। মুখ রোজ পরিষ্কার করা, টোনার লাগানো, ময়শ্চারাইজার লাগিয়ে আর্দ্র রাখা। এসব করা সত্ত্বেও অলক্ষেই থাবা বসায় আমাদের বয়সের দাগ। বিশেষ করে ৩০ পেরনোর পর। এই সময় চোখের নিচের ত্বকে দাগ ও বলিরেখা স্পষ্ট হতে দেখা যায়।
তবে, বিশেষজ্ঞদের মতে মুখে অকালে বয়সের দাগ পড়লে কিন্তু আপনার ভূমিকা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়। আসলে আমরা কিছু ভুল করি যা ত্বক পরিচর্যা বা সাজগোজের সময় অজান্তেই হয়ে যায়।
আইলাইনার পরার সময় রেখা যাতে নিঁখুত হয়, তার জন্য হাত দিয়ে চোখটা টেনে ধরে রাখেন অনেকই। এই অভ্যেস যদি আপনারও থাকে তাহলে এখনই বন্ধ করে দিন। বিশেষজ্ঞদের মতে, আমাদরে চোখের চারপাশের চামড়া অত্যন্ত নরম ও পাতলা।
এই অংশে যদি বারবারই টান পড়ে তাহলে চোখের কোল ফুলে যায় অস্বাভাবিকভাবে। এ ছাড়া বিশেষজ্ঞদের মতে, চোখের নিচে পাতলা উপশিরা বা রক্তজালকগুলোতে টান পড়ে যার ফলে ছিঁড়ে যেতে পারে। আর এর থেকেই জন্ম নিতে পারে বলিরেখা।
আপনি যদি সারাক্ষণ কম্পিউটার বা ল্যাপটপে কাজ করেন,তাহলে সে ক্ষেত্রে সরাসরি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের চারপাশে চামড়া কুঁচকে যেতে পারে।কম্পিউটারের স্ক্রিন থেকে অন্তত দেড় থেকে দু’ ফুট দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
Hi visionbangla24.com owner, Your posts are always well-written and engaging.
stromectol over the counter usa Helix MWR requires that patients notify their primary care doctor of all prescriptions being prescribed by Helix MWR, particularly any prescriptions that are offered to be used past expiration date all patients are required to discuss the risks of such use with their primary care doctor
Read a selection of patient testimonials below or view patient testimonials in our video library azithromycin para que sirve Dillon dgJmJaXmzDFTCgN 6 18 2022
Hi visionbangla24.com administrator, Thanks for the post!
Hello visionbangla24.com owner, Thanks for the comprehensive post!
Hi visionbangla24.com owner, Your posts are always well structured and easy to follow.
To the visionbangla24.com administrator, Good work!
Hi visionbangla24.com admin, Thanks for the well-structured and well-presented post!