শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে এনসিপি ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে-৫ গার্ডিয়ান লাইফের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত খেলনায় বিপজ্জনক মাত্রার সীসা: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ফ্রি ইন্টারনেট ডে’ আজ, যেভাবে বিনামূল্যে পাবেন ১ জিবি জুলাই গণঅভ্যুত্থানের  স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেরপুরের শ্রীবরদীতে জাল সনদে শিক্ষকের উচ্চতর গ্রেড, বেতন ফেরতের নির্দেশ ভূয়া জুলাই যোদ্ধা গেজেটভূক্ত হওয়ায় নেত্রকোনায় সংবাদ সম্মেলন লালমনিরহাটে নার্সারী বাগান করে তরুণ উদ্যোক্তারা স্বাবলম্বী সৌদিতে মুদি দোকানে যেসব পণ্য বিক্রি নিষিদ্ধ হলো
কুয়েতে বৈশাখী মেলা’য় প্রবাসীদের ঢল

কুয়েতে বৈশাখী মেলা’য় প্রবাসীদের ঢল

রবিউল হক (কুয়েত): কুয়েতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আবারও উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশিরা। করোনায় ঘরবন্দী একগুয়েমিতা দূর করতে দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কুয়েত আওয়ামী পরিবারের আর্থিক সহযোগিতায় পহেলা বৈশাখ উদযাপন কমিটির আয়োজনে  আব্বাসিয়া টুরেস্ট পার্কে শুক্রবার (২৭ মে) দিনব্যাপী নানা আয়োজন মধ্য দিয়ে বৈশাখ উদযাপিত হয়।

বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান সেই সাথে কুয়েতে বিভিন্ন দেশের কূটনীতিক ও স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অতিথিরা প্রবাসী বাংলাদেশি নারীদের তৈরি বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন।
পহেলা বৈশাখ মানেই রবীন্দ্রনাথের সেই গান, ‘এসো হে বৈশাখ’ বেজে ওঠে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির হৃদয়ে। সঙ্গে সঙ্গে বাঙালি পরিবারের বাহারি পদের ভর্তার সঙ্গে পান্তা ভাতের আয়োজন। দেশীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী বাউল, ভাটিয়ালী, লালন, হাসন রাজার গান, আবৃত্তি, নৃত্য, শোভাযাত্রা, খেলাধুলার আয়োজনে অংশগ্রহণ করেন প্রবাসীরা।
এই বৈশাখী মেলায় প্রবাসী বাঙালি ও অন্যান্য ভাষা-ভাষীদের এক মহামিলন মেলা । ব্যস্ততার মাঝেও বৈশাখী মেলায় অগনিত দর্শকদের সমাগম ঘটে। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রবীণদেরও বৈশাখী সাজে সজ্জিত হয়ে মেলায় অংশগ্রহণ করতে দেখা যায় । মেলা প্রাঙ্গণে মুখরোচক দেশীয় খাবার নিয়ে পাটি বিছিয়ে খেতে দেখা যায়। আবার অনেককে বলতে শোনা গেছে মরুর বুকে এক টুকরো বাংলাদেশ।
বৈশাখী মেলা উদযাপন কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম ভুলু বলেন, ‘করনোকালিন গত দুবছরে আমরা সবাই কমবেশি আপন অনেক স্বজনকে হারিয়েছি। প্রবাস জীবনের এই কষ্ট এখনো আমাদের বিমর্ষ রাখে। অন্যদিকে কর্মময় প্রবাস জীবনে একটু নির্মল আনন্দ দিতে বৈশাখী মেলা উদযাপন কমিটি পরিশ্রম করেছেন। পরিবার বিহীন প্রবাসে দেশীয় সংস্কৃতি দেশীয় খাবার এবং বাংলাদেশীদের এক মিলন মেলার আয়োজনে সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত।।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com