বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে এক হচ্ছে সাত কলেজ ৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা নরসিংদীতে অতিরিক্ত নামজারী করে অধিগ্রহণের টাকা উত্তোলনের চেষ্টা—জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নরসিংদীর করিমপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত সৌদিতে বাস‑ট্যাঙ্কার সংঘর্ষে ৪২ ভারতীয় নিহতের আশঙ্কা হাসিনার রায়: সজীব ওয়াজেদের সতর্কবার্তা বৈধ-অবৈধ সব ফোনই পাচ্ছে স্বয়ংক্রিয় নিবন্ধন অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হাইকোর্টে মামলার স্থগিতাদেশ: চার বছর ধরে মানবেতর জীবনে নরসিংদীর তানিয়া ও তার শিশু কন্যা

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করল এমজিআই

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৮৪

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) সবসময় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বদ্ধপরিকর। সবুজায়ন ও পরিবেশবান্ধব শিল্প গঠনে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমজিআই প্রতিবছরই বিভিন্ন সচেতনতা ও অংশগ্রহণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’- এর তাৎপর্যকে সামনে রেখে এমজিআই এবারও নানা কর্মসূচি গ্রহণ করে।

রোববার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে এমজিআই ঢাকাস্থ প্রধান কার্যালয় (ফ্রেশ ভিলা), নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) ও চট্টগ্রামের স্থানীয় অফিসে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ফ্রেশ ভিলাতে এই কর্মসূচির উদ্বোধন করেন এমজিআইয়ের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা। কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সচেতনতায় ফ্রেশ ভিলা, এমআইইজেড ও চট্টগ্রাম অফিসে ব্যানার-ফেস্টুন সহকারে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ পরিবেশ সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে পূর্বপ্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিমূলক ফায়ার সার্ভিসের একটি অগ্নিনির্বাপণ মহড়া হয়।

পাশাপাশি ফ্রেশ ভিলার নিকটবর্তী গুলশান লেক এলাকায় ফলজ বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি উদ্বোধন করেন ব্যারিস্টার তাসনিম মোস্তফা। পরে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন ও পরিচ্ছন্ন উপকরণ বিতরণ করা হয়। এর বাইরে, এমআইইজেডের শিল্প কারখানা, চট্টগ্রাম অফিস ও নিকটস্থ স্কুল-সমূহে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।

সবশেষে, ফ্রেশ ভিলা প্রাঙ্গণে এমজিআইয়ের ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন এবং লোগো-সম্বলিত অফিসিয়াল পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন ব্যারিস্টার তাসনিম মোস্তফা। এ সময় তিনি এমজিআইয়েরর শিল্পকারখানা পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য গৃহীত কার্যক্রম অব্যাহত রাখা ও তা বাস্তবায়ন করার ঘোষণা দেন। এ কর্মসূচি হিসেবে তিনি বায়ু দূষণ রোধকল্পে উন্নত প্রযুক্তির ‘ডাস্ট নিরোধক’ মেশিন স্থাপনের ঘোষণা দেন এবং বলেন, পরিবেশবান্ধব শিল্প গঠনে এমজিআই দেশে একধাপ এগিয়ে রয়েছে।

দিবসের কর্মসূচি হিসেবে পরে ফ্রেশ ভিলাতে আগত সুধীজন, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তাদের মধ্যে ফলজ বৃক্ষ, টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমজিআইয়ের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এসময় ফ্রেশ ভিলাতে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির অ্যাডভাইজার মর্তুজা হোসেন মুনশী, ডেপুটি অ্যাডভাইজার একেএম মনোয়ার হোসেন আখন্দ, এক্সিকিউটিভ ডিরেক্টর (এডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, সিনিয়র জেনারেল ম্যানেজার (এইচআর) আতিক উজ জামান খান, সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) মো. ওমর ফারুক, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) ইয়াসিন মোল্লা প্রমুখ।

এমআইইজেডে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার (সুগার) এম. এ. বাকার, চিফ টেকনিক্যাল অফিসার এম. আব্দুর রাকিব, সিনিয়র জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস) সরকার ফরহাদ আহমেদ, জেনারেল ম্যানেজার (এডমিন) সৈয়দ হাসান জামিল। এছাড়াও চট্টগ্রাম অফিসে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার (অয়েল ট্যাংকার অপারেশনস) রুহুল আমিন, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (এডমিন) মো. নাজাম উদ্দিন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com