সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আবাসিক হোটেল থেকে লাফিয়ে পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু ভয়ভীতি দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ছোটবেলা থেকে শিশুকে যে আচরণ শেখাবেন কটিয়াদীতে ৫৩ তম সমবায় দিবস পালিত সাদেক হোসেন খোকার-৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত ভোলাহাটে যুবদলের জনসভায় বহিস্কৃত নেতাকে বিশেষ অতিথি করায় অসন্তোষ নওগাঁর ইয়াদঅআলীর মোড়ে হামলার ঘটনায় ৩ জন বিএনপির নেতা গুলিবিদ্ধ হয়ে আহত গৌরীপুরে অল্পের জন্য বাঁচালো বিজয় ট্রেন ও ট্রেনের যাত্রীরা! নরসিংদী করিমপুরের মানব পাচারকারী ও প্রতারক রমজান আলী”র খপ্পরে পরে দিশেহারা নিরিহ মানুষ পৃথিবীতে কোনো স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি সরদার সাখাওয়াত হোসেন
মিরপুর থানা ও সংশ্লিষ্ট চার ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিরপুর থানা ও সংশ্লিষ্ট চার ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Exif_JPEG_420

এম, আসমত আলী: ঢাকার মিরপুর থানা ও ৭,১১,১২,১৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মিরপুর ২ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম ( বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কৃষিবিদ), শিল্প প্রতিমন্ত্রী শেখ কামাল আহমেদ মজুমদার, মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম, হানিফ, মিরপুর-১৪ আসনের এমপি আগা খান মিন্টু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস, এম, মান্নান কচি, মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আজাদুল কবির ( কাজী আজাদ), উদ্বোধক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও মিরপুর থানা সমন্বয়ক টিম সদস্য বাবু হিমাংশু কিশোর দত্ত, মিরপুর থানা আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক এ, বি,এম, মাজহারুল আনাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল আলম ভূঁইয়া জুয়েল , ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ইকবাল হোসেন তিতু সহ ঢাকা মহানগরীর উত্তর আওয়ামী লীগের মিরপুর থানার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ সর্বোচ্চ ভবন টুইন টাওয়ার করে দেশকে তিন চার বছরের মধ্যে দেশ যেভাবে এগিয়ে নিয়েছিলেন। তার চেয়েও অতি দ্রুত গতিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুর নির্মাণের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন তিনি যাহা বলেন, তাহা দেশবাসীকে করে দেখান। বিএনপি জামায়াতের শত বাধা পেরিয়ে পদ্মা সেতু আজ সম্পূর্ণ অনুষ্ঠানের পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন এ্যাড. কাজী আজাদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com