রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মাগুরার শ্রীপুর উপজেলায় খন্দকার লাবণী নামে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুরের সানঙ্গদিয়া গ্রামে তার নানাবাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে মাগুরা পুলিশ লাইনস থেকে মাহমুদুল হাসান (২৩) নামের এক কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাইনসের ব্যারাকের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, কনস্টেবল মাহমুদুল খুলনায় কর্মরত থাকাকালীন নিহত পুলিশ কর্মকর্তা খন্দকার লাবণীর দেহরক্ষী ছিলেন। দুজনের মৃত্যুর ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
খন্দকার লাবণীর বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামে। তার স্বামী তারেক আবদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত আছেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে এখন ভারতে চিকিৎসাধীন আছেন।