সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর চকবাজারের দেবীদ্বারঘাট কামালবাগ এলাকার একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, দুপুর ১২টার সময় ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ১২টা ৯ মিনিটে প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়। এখন অগ্নিনির্বাপনে ৬টি ইউনিট কাজ করছে।
আরো ২টি ইউনিট পথে রয়েছে। নির্বপাণের কাজ চলমান আছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পলিথিনের কারখানার পাশে বেশ কিছু বাড়িঘর আছে। আগুনের শিখা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে। কারখানাটিতে কাজ করা শ্রমিকদের অনেকেই আগুন লাগার পর বেরিয়ে গেছেন। তবে কোন শ্রমিক ভিতরে আটকা পড়েছেন কিনা তা নিয়ে সহকর্মীদের মধ্যে উৎকন্ঠ রয়েছে।