বুধবার, ১৬ Jul ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা লালমনিরহাটে মাদক সেবনকারী ও পাচারকারী চক্রের ছোবলে তরুন ও যুব সমাজ লালমনিরহাটে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা; ঝরে পড়ছে শিক্ষার্থীরা এইচ টু বিল্ডার্সের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি: রাজউকের দৃষ্টি আকর্ষণ বীর মুক্তিযোদ্ধা খ.ম. আমীর আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মুক্তিযোদ্ধা ও জনসাধারণের প্রতিবাদে উত্তাল জনমত ট্রান্সফরমার নষ্ট হওয়ার ঘটনায় বিতর্কিত ক্ষতিপূরণ বিল: নীলফামারীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে জোরপূর্বক আদায়ের অভিযোগ নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে চলছে অফিসের কার্যক্রম আদালতের নির্দেশ উপেক্ষা: ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে” ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি
শ্রীদেবী হবেন বিদ্যা বালান!

শ্রীদেবী হবেন বিদ্যা বালান!

শ্রীদেবী-বিদ্যা-বালান-rtvonline-sridevi-biddya-balan

মুম্বাই, ১৮ মার্চ- এবার শ্রীদেবীর বায়োপিক তৈরির পরিকল্পনা করছেন পরিচালক হনশল মেহতা। আর এজন্য শ্রীদেবীর চরিত্রে নির্মাতার পছন্দ অভিনেত্রী বিদ্যা বালানকে। তবে বিদ্যার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হনশল মেহতা বলেন, বলিউডে আর কখনও শ্রীদেবীর মতো দ্বিতীয় কোনো অভিনেত্রী আসবেন না। এ কারণেই এবার শ্রীদেবীর বায়োপিক তৈরি করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীদেবীকে সম্মান জানাতেই তার বায়োপিক তৈরি করা হবে।

তিনি আরও জানান, শ্রীদেবীর হাসি, নাচ, অভিনয়, সবকিছুকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেই, তাকে সম্মান জানিয়ে এবার বলিউডের প্রথম সুপারস্টারের বায়োপিক তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মিস্টার ইন্ডিয়া থেকে শুরু করে, সদমা, নাগিনা, চালবাজ, মমসহ একাধিক সিনেমায় অভিনয় করেন শ্রীদেবী। আর শ্রীদেবীর চরিত্রের জন্য সবচেয়ে ভালো অভিনেত্রী হচ্ছেন বিদ্যা বালান। এখন দেখার অপেক্ষা বিদ্যা বালান শ্রীদেবী হতে রাজি হন কিনা?

বলিউডের রূপের রানিখ্যাত অভিনেত্রী শ্রীদেবী মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন। কিছুদিন আগে দুবাইয়ের একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে শুরুতে রহস্য তৈরি হলেও পরে জানানো হয় বাথরুমের বাথটাবে পানিতে ডুবে মারা গেছেন তিনি।

সূত্র: আরটিভি অনলাইন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com