সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার সাথে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে র‍্যাব ১১ অভিযানে অবৈধ পণ্যসহ গ্রেফতার এক সন্ধানী লাইফ ইন্সুরেন্স পতেঙ্গা মডেল শাখা কার্যালয়ে বীমা দাবীর চেক বিতরণী অনুষ্ঠান জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা তাঁতীদলের আলোচনা সভা আবারো সখিপুরে একই রাতে ৬টি গরু চুরি শরণখোলায় সড়ক দূর্ঘটনায় আহত ২ নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে দুই গ্রুপের বিরোধে প্রতিনিয়ত চলছে গোলাগুলি ডিমলায় আরফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত “ট্রফি উন্মোচন ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ইং”-এর শুভ উদ্বোধন শারীরিক অক্ষম লাভলী সুলতানা খানের মানবিক কাজ!
মা-ছেলে যখন সহপাঠী, হোমওয়ার্ক-স্কুল সবই একসঙ্গে!

মা-ছেলে যখন সহপাঠী, হোমওয়ার্ক-স্কুল সবই একসঙ্গে!

অনলাইন ডেস্ক: পার্বতী সুনার, তিনি আবার পড়াশোনা শুরু করার জন্য ভারতে গৃহপরিচারিকার চাকরি ছেড়েছিলেন। দ্বাদশ শ্রেণি শেষ করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছিলেন। নেপালি মা পার্বতী সুনার, ১৫ বছর বয়সে সাত বছরের বড় এক ব্যক্তির সাথে পালিয়ে যান তিনি। পরে আবার পড়াশোনা শুরু করার জন্য তিনি নিজের ছেলের স্কুলেই ভর্তি হয়েছেন।

পার্বতী বলেন, ‘আমি নতুন কিছু শিখতে খুব উপভোগ করি। আমার নিজের সন্তানের সঙ্গে সহপাঠীদের সাথে যোগ দিতে পেরে আমি গর্বিত। ’ হিমালয় জাতির দক্ষিণ-পশ্চিম প্রান্তে পুনর্বাস গ্রামে বাস করেন পার্বতী, সেখানে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করেন তিনি।

দুই কোটি ৯০ লাখ জনসংখ্যার দেশ নেপালে মাত্র ৬০ শতাংশ মহিলা শিক্ষিত। এমন পরিস্থিতিতে ২৭ বছর বয়সী পার্বতী বলেন, তিনি পরিবারের হিসাব রাখতে সক্ষম হওয়ার জন্য ‘যথেষ্ট শিক্ষিত’ হওয়ার আশা করেন।

তিনি বলেন, ‘আমি মনে করি আমার স্কুল ছেড়ে যাওয়া উচিত হয়নি। ’ তিনি আরো বলেন, যে পড়াগুলো মিস করেছিলেন তা আবার শুরু করার ইচ্ছা আছে তার।

১৬ বছর বয়সে তার প্রথম সন্তান হয়েছিল। তার ছেলে রেশমের বয়স এখন ১১ বছর। রেশম বলে, ‘আমি মায়ের সাথে স্কুলে যেতে ভালোবাসি।’ তার মায়ের সঙ্গে সেও পড়াশোনা করে। তার সাথে দুপুরের খাবারের বিরতি কাটায়। এরপর কাছাকাছি একটি ইনস্টিটিউটে কম্পিউটার ক্লাসে যাওয়ার সময় মায়ের সাইকেলের পিলিয়ন হয়।

‘আমরা স্কুলে যাওয়ার সময় গল্প করি এবং আমরা আমাদের গল্প থেকে শিখি’, রেশম জানায়, তার মায়ের আশা যে সে একজন ডাক্তার হবে।

গ্রামীণ স্কুলের অধ্যক্ষ জীবন জ্যোতি ভারত বাসনেট বলেন, একজন ছাত্রী হিসেবে পার্বতী গড়পড়তা মানের, কিন্তু তিনি একজন প্রখর শিক্ষার্থী।

পার্বতীর দিন শুরু হয় টিনের ছাদের দুই কক্ষের খালি ইটের কাঠামোতে ছেলে রেশম, অর্জুন এবং তার শাশুড়ির সাথে ভাগ করে নিয়ে। তাদের বাড়িতে একটি টয়লেটের অভাব রয়েছে, তাই পুরো পরিবার পাশের একটি সরকারি জমি ব্যবহার করে।

তাদের দৈনন্দিন রুটিনের মধ্যে রয়েছে বাড়ির বাইরে একটি হ্যান্ডপাম্প থেকে টানা জলে স্নান করা, তার চারপাশের সবুজ মাঠে কাজ করা এবং জন্মদিনের জন্য কেক তৈরি করা। পার্বতীর স্বামী দক্ষিণ ভারতের চেন্নাই শহরে শ্রমিক হিসেবে কাজ করেন। তার উপার্জনেই চলে পার্বতীর সংসার।

মসুর ডাল দিয়ে ভাত খেয়ে পার্বতী তার ছেলের সাথে স্কুলে যান। হাঁটা পথে প্রায় ২০ মিনিট লাগে স্কুলে পৌঁছতে। রওনা হওয়ার আগে হালকা নীল ব্লাউজের স্কুল ইউনিফর্ম এবং একটি ডোরাকাটা টাইসহ স্কার্ট পরেন পার্বতী। তাদের স্কুলটি একটি টিনের ছাদের কাঠামোর। এর চারপাশ গাছ দিয়ে ঘেরা।

পার্বতীর এক সহপাঠী ১৪ বছর বয়সী বিজয় বিকে বলে, পার্বতীর সাথে একই ক্লাসে থাকাটা অনেক মজার। নেপালি শব্দে বড় বোন সম্বোধন করে বিকে বলে, ‘দিদি অনেক মজার। আমি দিদিকে পড়াশোনায় সাহায্য করি এবং দিদিও আমাকে সাহায্য করে। ’

পার্বতীর প্রচেষ্টা নেপালে গ্রামীণ নারীদের তাদের ঘরোয়া গণ্ডির বাইরে বেরোতে শেখাবে ও অনুপ্রাণিত করবে। দেশটিতে তারা এখনো বৈষম্যের সম্মুখীন হন এবং বাল্যবিবাহ ব্যাপক হারে বিস্তৃত, যদিও বাল্যবিবাহ দেশটিতে অবৈধ।

সূত্র : আলজাজিরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com