রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য রবিবার আপিল করবে দুদক। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হবে বলে জানিয়েছেন দুদক কৌসুলি খুরশীদ আলম খান।
বুধবার তিনি বলেন, এ মামলায় খালেদা জিয়া প্রধান আসামি। কিন্তু তাকে ৫ বছর সাজা দিয়েছে আদালত। আর সহযোগীদের দিয়েছে ১০ বছরের কারাদন্ড। এ কারণে আমরা মনে করি, সাজা বৃদ্ধি চেয়ে আপিল করাটা হবে যুক্তিসংগত।
গত ৮ ফ্রেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দেয়। ওইদিন থেকে তিনি কারাভোগ করছেন।