শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

ভুটানের জালে বাংলাদেশের ৯ গোল

ভুটানের জালে বাংলাদেশের ৯ গোল

ক্রীড়া প্রতিবেদক:

প্রথম দেখায় ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারের আসরে দ্বিতীয় দেখাতেও ঠিক ওই ম্যাচের পুনরাবৃত্তি ঘটেছে। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

এ ম্যাচে হ্যাটট্রিকসহ একাই ছয় গোল করেছেন সুরভী আকন্দ।

প্রথমার্ধেই চার গোল করেন তিনি। এতে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও একের পর এক গোল করে স্বাগতিকরা। ৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের উঁচু শটে স্কোরলাইন ৬-০ করেন নুসরাত জাহান মিতু। ৬৬ মিনিটে ব্যবধান আরও বাড়ে বদলি খেলোয়াড় আয়েশা আক্তারের একটু লবের মতো শট জালে জড়ালে।

 

৮০ মিনিটে পর প্রতিমা মুন্দার হেড পোস্টে লেগে ফেরার পর জটলার ভেতর থেকে লক্ষ্যভেদ করেন রিতু আক্তার। ৮৬তম মিনিটে সুরভির গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। গত ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ডাবল লেগের এই আসরে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শিরোপা জিততে হলে নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ছয়। এক ম্যাচ কম খেলে নেপালেরও ছয় পয়েন্ট। তিন ম্যাচই হেরে শিরোপা রেস থেকে ছিটকে গেছে ভুটান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com