সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
রাজধানীর যানজট নিরসনে তিনটি নতুন রুটে সরকারি বিআরটিসি বাস সেবা চালু করা হচ্ছে। রুট তিনটির মধ্যে উত্তরা সার্কুলার বাসটি শুধু উত্তরার ভেতরেই বিভিন্ন রাস্তা দিয়ে চলাচল করবে।
সদরঘাট থেকে আবদুল্লাহপুর, খীলক্ষেত থেকে মতিঝিল এবং উত্তরার বিভিন্ন সেক্টরের মধ্যে এসব বাস চলাচল করবে। এসব সেবার নাম দেওয়া হয়েছে ‘ঊষা’, ‘উত্তরা সার্কুলার’ ও ‘অফিস যাত্রী’।
প্রতিদিন ভোর ৫টায় সদরঘাট থেকে শাহবাগ, ফার্মগেট, বিমানবন্দর, উত্তরা হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত ‘উষা’র তিনটি বাস চলাচল করবে।
রাজধানীর উত্তর অংশের অফিসমুখী যাত্রীদের সেবা দিতে খীলক্ষেত থেকে মতিঝিল পর্যন্ত চলবে ‘অফিস যাত্রী’র তিনটি দ্বিতল বাস। উত্তরার দিয়াবাড়ী থেকে বিভিন্ন সেক্টরে চক্রাকার সেবা দেবে ‘উত্তরা সার্কুলার’র চারটি মিনিবাস।
দেশের দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে করে ভোরে এসে সদরঘাটে নামেন অনেক মানুষ। এ সময় যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়তে অনেককে। নিরাপত্তা ঝুঁকিও বড় বিষয় হয়ে দাঁড়ায়।
বিআরটিসির মহাব্যবস্থাপক (প্রশাসন) হায়দার জাহান ফরাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তীতে গাবতলী, মিরপুরের দিকেও গাড়ি দেয়া হবে।
খীলক্ষেত হয়ে অনেক পরিবহনের বাস চলাচল করলেও অফিস সময়ে যাত্রীদের চাহিদার তুলনায় তা কম। এজন্য এই রুটে তিনটি দ্বিতল বাস দেওয়া হচ্ছে বলে জানান বিআরটিসির মহাব্যবস্থাপক।