সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার সাথে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে র‍্যাব ১১ অভিযানে অবৈধ পণ্যসহ গ্রেফতার এক সন্ধানী লাইফ ইন্সুরেন্স পতেঙ্গা মডেল শাখা কার্যালয়ে বীমা দাবীর চেক বিতরণী অনুষ্ঠান জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা তাঁতীদলের আলোচনা সভা আবারো সখিপুরে একই রাতে ৬টি গরু চুরি শরণখোলায় সড়ক দূর্ঘটনায় আহত ২ নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে দুই গ্রুপের বিরোধে প্রতিনিয়ত চলছে গোলাগুলি ডিমলায় আরফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত “ট্রফি উন্মোচন ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ইং”-এর শুভ উদ্বোধন শারীরিক অক্ষম লাভলী সুলতানা খানের মানবিক কাজ!
লটারির মাধ্যমে এইচএসসির প্রশ্নের সেট নির্ধারণ

লটারির মাধ্যমে এইচএসসির প্রশ্নের সেট নির্ধারণ

প্রশ্নফাঁস ঠেকাতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। আর পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করা বাধ্যতামূলক। এতে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা একেবারেই কমে আসবে।

রোববার সচিবালয়ে আয়োজিত সভায় এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

আগামী ২ এপ্রিল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়।

এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সবার ঐক্যবদ্ধ চেষ্টায় আগামী পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। পরীক্ষাকেন্দ্রের সচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।’

সভায় শিক্ষামন্ত্রী আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আমাদের সন্তান তথা ভবিষ্যৎ প্রজন্ম যাতে বিপথগামী না হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অভিভাবকদের আরো সচেতন হতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নের অনেক সেট ছাপা হবে। কত সেট প্রশ্ন ছাপা হবে কেউ জানবে না। সব শিক্ষার্থীকে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই তাদের নিজ নিজ আসনে বসতে হবে। ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে বসা বাধ্যতামূলক। অনিবার্য কারণে কেউ দেরিতে আসলে রেজিস্ট্রারে তার নাম-ঠিকানা, রোল নম্বর নিবন্ধন করে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে।’

নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, ‘প্রশ্ন ফাঁস বা ফাঁসের গুজবের কার্যক্রম দেখে প্রতীয়মান হয়, তাদের লক্ষ্য সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও বর্তমান ব্যবস্থাকে বিতর্কিত করা। এর মধ্যে পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে।’

সভায় জানানো হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে তা ১৪ মে পর্যন্ত চলবে। ৩০ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এর ব্যাপ্তিকাল ৪৩ দিন।

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আটটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, একটি কারিগরী শিক্ষা বোর্ড ও একটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে পরীক্ষা পরিচালিত হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com