সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নাফিজ মোহাম্মদ আলমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রবিবার (৯ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানার পুলিশ। তাদের দাবি, নাফিজ মোহাম্মদ আলমের বাসা থেকে অবৈধ বিদেশি মদ, বিয়ার, মাদক গ্রহণের সরঞ্জাম ও পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক রিয়াদ আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।
এ মামলায় সোমবার নাফিজকে আদালতে হাজির করা হয়। তাকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. শামীম হোসেন।
অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সম্প্রতি জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার দেন নাফিজ মোহাম্মদ আলম।