বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত কদমতলী থানার কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে
ক্যাটরিনাকে ডিভোর্স দেওয়া প্রসঙ্গে যা বললেন ভিকি

ক্যাটরিনাকে ডিভোর্স দেওয়া প্রসঙ্গে যা বললেন ভিকি

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় রয়েছে ভিকি কৌশল এবং সারা আলি খানের রোমান্টিক-কমেডি চলচ্চিত্র ‘জারা হাটকে জারা বাঁচকে’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। বিবাহিত জুটি কপিল এবং সৌম্যার বিবাহিত জীবনের ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া আর ডিভোর্স নিয়েই তৈরি এই কমেডি চলচ্চিত্র। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত ভিকি-সারা। আর সেখানেই সাংবাদিকের ‘ডিভোর্স স্পেশাল’ প্রশ্নের মুখে পড়ে রীতিমতো আত্মসমর্পন করেন ভিকি কৌশল।

সিনেমাটির প্রচারণার একটি অনুষ্ঠানে অভিনেতাকে প্রশ্ন করা হয়, ‘আমাদের এখানে তো বলে বিয়ে সাত জন্মের বন্ধন। কিন্তু আপনি যদি ক্যাটরিনার থেকে ভালো কাউকে পান তাহলে কি ডিভোর্স দিয়ে সেই মেয়েকে বিয়ে করে নেবেন?’ এই প্রশ্ন শুনে সারা আর ভিকি দুজনে হাসি চেপে রাখতে পারেননি। কোনোরকমে নিজেদের সামলে যখনই ভিকি জবাব দিতে যাবেন তখন পাশ থেকে একজন বলে উঠেন, ‘রাতে বাড়িও তো যেতে হবে!’ তবে ভিকি খুব সতর্কতার সাথেই প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, “এসব ত্যাড়াব্যাঁকা প্রশ্ন করছেন স্যার, এখনও ছোট আছি, বড় তো হতে দিন। কিভাবে জবাব দেব এর আমি! কিসব ভয়ানক প্রশ্ন করছেন!’ যদিও পরে ভিকি সোজা সাপ্টা জবাবে বলেন, ‘স্যার, ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক সাত জীবনের জন্য!’

২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে রাজকীয় বিয়ে করেন ভিকি আর ক্যাটরিনা। বেশ কয়েকবছর লুকিয়ে প্রেম করেছেন তারা। তাদের প্রেম নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরে চাপা গুঞ্জন থাকলেও, খুব একটা একসঙ্গে দেখা যেত না তাদের। এদিকে বিয়ের পর থেকেই শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি মা হতে চলেছেন।

ঘনিষ্ঠ সূত্রের খবর অনুসারে, ক্যাটরিনা আপাতত নিজের প্রফেশনাল কমিটমেন্ট পূরণ করতে চান। তারপর লম্বা ব্রেক নেবেন অভিনেত্রী। এই মুহূর্তে ক্যাটরিনার হাতে রয়েছে দুটি চলচ্চিত্র। বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমার শ্যুটিং-এর খানিকটা অংশ বাকি। অন্যদিকে ফারহান আখতারের ‘জি লে যারা’ সিনেমার শ্যুটিং এখনও শুরুই হয়নি। তবে সেই সূত্র অনুসারে জানা গেছে, ফারহানের সিনেমার কাজ শেষ করেই মাতৃত্বের পরিকল্পনা শুরু করবেন ক্যাটরিনা। সিনেমাটিতে আরো অভিনয় করছেন আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com