শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান!
বিশ্বকাপ বয়কটের ‘হুমকি’ দিলেন নাজাম শেঠি

বিশ্বকাপ বয়কটের ‘হুমকি’ দিলেন নাজাম শেঠি

 ক্রীড়া ডেস্ক:

আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে উড়ে এলো আসন্ন ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি। এবছরের এশিয়া কাপ যদি শেষ পর্যন্ত পাকিস্তান আয়োজন করতে না পারে, তাহলে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ বয়কট করা হবে বলে হুমকি দিলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তার কথায়, ওয়ানডে বিশ্বকাপ বয়কটের ‘খুবই বাস্তব সম্ভাবনা’ আছে।

২০২৩ সালের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক শত্রুতার কারণে সে দেশে গিয়ে খেলবে না ভারত। বিকল্প হিসেবে হাইব্রিড এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অর্থাৎ, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। আর বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে। তবে এই প্রস্তাবেও রাজি নয় ভারত। তারা পুরো টুর্নামেন্টই নিরপেক্ষ ভেন্যুতে চায়। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির দাবি, ভারত চায় যে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হোক।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি অভিযোগ করে বলেন, ‘তারা (ভারত) সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চায়। এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে এগিয়ে যেতে আমাদের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য বিসিসিআইয়ের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত। ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যে কারণে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করতে হয় এবং ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করতে হয়। তাতে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে।’

তবে ভারত ‘হাইব্রিড মডেল’ মানলে বিশ্বকাপেও একই মডেলে খেলতে চায় পাকিস্তান। শেঠি বলেন, ‘ভারতে দলের নিরাপত্তা নিয়ে আমাদেরও দুশ্চিন্তা আছে। তাই পাকিস্তানকে ঢাকা, আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক। এখন এটাই সমাধান, যতক্ষণ না পর্যন্ত ভারত পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাটিতে কিংবা বাইরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রাজি হয়। আমরা অনেক কষ্টে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছি। গত কয়েক বছরে সবগুলো বড় দল পাকিস্তান সফর করেছে। সবাই নিরাপত্তাব্যবস্থার প্রশংসা করেছে। তাই এটা আর সমস্যা নয়।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com