শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হানি ট্র্যাপে ফেলে অর্থ আদায়: গ্রেফতার ৭ রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান রাজশাহীতে শিক্ষককে হত্যার চেষ্টা মামলায় ছাত্রীকে পাঠানো হলো কিশোরী উন্নয়ন কেন্দ্রে টাঙ্গাইলে স্ত্রীর প্রতারণার শিকার হয়ে স্বামীর সংবাদ সম্মেলন স্বদেশ ইসলামী লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন এ জেড কাওছার লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা স্ত্রীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করলেন সেই নির্যাতিত অফিসার কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ লিগ্যাল নোটিশ প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ এর বক্তব্য রাজশাহীতে জাল নোটসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার
বিশ্বকাপ বয়কটের ‘হুমকি’ দিলেন নাজাম শেঠি

বিশ্বকাপ বয়কটের ‘হুমকি’ দিলেন নাজাম শেঠি

 ক্রীড়া ডেস্ক:

আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে উড়ে এলো আসন্ন ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি। এবছরের এশিয়া কাপ যদি শেষ পর্যন্ত পাকিস্তান আয়োজন করতে না পারে, তাহলে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ বয়কট করা হবে বলে হুমকি দিলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তার কথায়, ওয়ানডে বিশ্বকাপ বয়কটের ‘খুবই বাস্তব সম্ভাবনা’ আছে।

২০২৩ সালের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক শত্রুতার কারণে সে দেশে গিয়ে খেলবে না ভারত। বিকল্প হিসেবে হাইব্রিড এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অর্থাৎ, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। আর বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে। তবে এই প্রস্তাবেও রাজি নয় ভারত। তারা পুরো টুর্নামেন্টই নিরপেক্ষ ভেন্যুতে চায়। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির দাবি, ভারত চায় যে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হোক।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি অভিযোগ করে বলেন, ‘তারা (ভারত) সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চায়। এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে এগিয়ে যেতে আমাদের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য বিসিসিআইয়ের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত। ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যে কারণে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করতে হয় এবং ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করতে হয়। তাতে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে।’

তবে ভারত ‘হাইব্রিড মডেল’ মানলে বিশ্বকাপেও একই মডেলে খেলতে চায় পাকিস্তান। শেঠি বলেন, ‘ভারতে দলের নিরাপত্তা নিয়ে আমাদেরও দুশ্চিন্তা আছে। তাই পাকিস্তানকে ঢাকা, আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক। এখন এটাই সমাধান, যতক্ষণ না পর্যন্ত ভারত পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাটিতে কিংবা বাইরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রাজি হয়। আমরা অনেক কষ্টে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছি। গত কয়েক বছরে সবগুলো বড় দল পাকিস্তান সফর করেছে। সবাই নিরাপত্তাব্যবস্থার প্রশংসা করেছে। তাই এটা আর সমস্যা নয়।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com