বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাগমারায় গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার বিতরণ নতুন উচ্চতায় প্রবেশ করছে বাংলাদেশ-চীন সম্পর্ক : ড. ইউনূস গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উদ্দিপ্ত তরুন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ রূপগঞ্জের কাঞ্চনে ছেলে হত্যার বিচার চেয়ে মিথ্যা অপপ্রচারের শিকার হলেন কফিল উদ্দিন সওজ অধিদপ্তরে মদ জুয়ার কাসিনো চালায় প্রকৌশলী জাহিদ উজ্জল স্মৃতিসৌধে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩ সাইবার নিরাপত্তায় MGST এজেন্সির ফাহিমের প্রশংসনীয় উদ্যোগ শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কুড়িগ্রামে আটক-১ মানিব্যাগও ছিল না, এখন বিশাল শোডাউন কীভাবে- সারজিসকে তাসনিম জারার প্রশ্ন
বিশ্বকাপ বয়কটের ‘হুমকি’ দিলেন নাজাম শেঠি

বিশ্বকাপ বয়কটের ‘হুমকি’ দিলেন নাজাম শেঠি

 ক্রীড়া ডেস্ক:

আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে উড়ে এলো আসন্ন ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি। এবছরের এশিয়া কাপ যদি শেষ পর্যন্ত পাকিস্তান আয়োজন করতে না পারে, তাহলে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ বয়কট করা হবে বলে হুমকি দিলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তার কথায়, ওয়ানডে বিশ্বকাপ বয়কটের ‘খুবই বাস্তব সম্ভাবনা’ আছে।

২০২৩ সালের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক শত্রুতার কারণে সে দেশে গিয়ে খেলবে না ভারত। বিকল্প হিসেবে হাইব্রিড এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অর্থাৎ, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। আর বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে। তবে এই প্রস্তাবেও রাজি নয় ভারত। তারা পুরো টুর্নামেন্টই নিরপেক্ষ ভেন্যুতে চায়। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির দাবি, ভারত চায় যে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হোক।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি অভিযোগ করে বলেন, ‘তারা (ভারত) সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চায়। এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে এগিয়ে যেতে আমাদের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য বিসিসিআইয়ের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত। ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যে কারণে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করতে হয় এবং ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করতে হয়। তাতে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে।’

তবে ভারত ‘হাইব্রিড মডেল’ মানলে বিশ্বকাপেও একই মডেলে খেলতে চায় পাকিস্তান। শেঠি বলেন, ‘ভারতে দলের নিরাপত্তা নিয়ে আমাদেরও দুশ্চিন্তা আছে। তাই পাকিস্তানকে ঢাকা, আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক। এখন এটাই সমাধান, যতক্ষণ না পর্যন্ত ভারত পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাটিতে কিংবা বাইরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রাজি হয়। আমরা অনেক কষ্টে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছি। গত কয়েক বছরে সবগুলো বড় দল পাকিস্তান সফর করেছে। সবাই নিরাপত্তাব্যবস্থার প্রশংসা করেছে। তাই এটা আর সমস্যা নয়।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com