বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
বিনোদন ডেস্কঃ বক্স অফিসের বাদশাহ শাহরুখ। তাঁর স্টারডম নিয়ে প্রশ্ন তোলার সাহস কার আছে! ৫৭ বছর বয়সে এসে ৯ মাসের মধ্যে পরপর দুটো ব্লকবাস্টার হিট দেওয়ার ক্ষমতা হয়তো শুধু শাহরুখ খানেরই আছে। যার সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য এখনো ভারতের আট থেকে আশি রাত জাগে। সেই বলিউড বাদশাহকে কিনা তাঁর বড় ছেলে বলেছিল, ‘ছোট ছেলে আব্রামের কাছে নিজের তারকাখ্যাতি প্রমাণ করতেই হবে!’শাহরুখের কথায়, ‘আরিয়ান এসে আমাকে বলে, বড় হওয়ার সময় আমি দেখেছি তোমাকে নিয়ে মাতামাতি। মেয়ে সুহানা এসে বলে, আমিও বড় হওয়ার সময় দেখেছি তারকা শাহরুখকে নিয়ে মানুষের উচ্ছ্বাস। তবে ছোট আব্রাম জানে তুমি স্টার। কিন্তু নিজে সেটা কোনো দিন অনুভব করেনি। তোমাকে অন্তত ওর জন্য পাঁচটা সিনেমায় আরও কঠোর পরিশ্রম করতে হবে। হিট দিতে হবে, যাতে আব্রামও অনুভব করতে পারে আমাদের মতো তোমার স্টারডম।’ছেলের কাছ থেকে আসা এই মহামূল্যবান পরামর্শ ভাগ করার পাশাপাশি শাহরুখ পরবর্তী সিনেমা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ মুক্তিরও আভাস দিয়েছেন। বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ‘পাঠান’ সাফল্য পায়, ‘জওয়ান’ সাফল্য পাচ্ছে। ২৬ জানুয়ারি আমরা ‘পাঠান’ এনেছিলাম, জন্মাষ্টমীর শুভ দিনে এনেছিলাম ‘জওয়ান’। আর নতুন বছর আসছে, বড়দিন আসছে, সেই সময় আমরা নিয়ে আসতে পারব ‘ডাঙ্কি’। আর ভক্তদের ওপর আমার পুরো ভরসা আছে। এমনিতেই আমার ছবি আসা মানেই তো ঈদ।’শুক্রবার ‘জওয়ান’-এর সাফল্যের পর আয়োজিত প্রেস কনফারেন্সে পুত্র আরিয়ান খানের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় পরামর্শ নিয়ে কথা বলেন শাহরুখ। তিনি জানালেন, আরিয়ান তাঁকে এমন কিছু বলেছিল, যা বদলে দিয়েছিল সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি। ‘পাঠান’ আর ‘জওয়ান’ মুক্তির আগে লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। শাহরুখ এদিন জানান, তিন বছর পর সেটে ফেরা নিয়ে একটা দ্বিধা কাজ করছিল তাঁর মনে। সেই সময় বাবার মনোবল বাড়াতে এগিয়ে এসেছিল আরিয়ানই।ডাঙ্কি পরিচালনা করেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। এ ছাড়া দেখা যাবে ভিকি কৌশলকেও। এদিকে ৯ দিনে ভারতের বক্স অফিসে প্রায় ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। আর বিশ্ববাজারে আয়ের অঙ্ক ছাড়িয়ে গেছে ৭০০ কোটি রুপির ঘর।