বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে এক হচ্ছে সাত কলেজ ৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা নরসিংদীতে অতিরিক্ত নামজারী করে অধিগ্রহণের টাকা উত্তোলনের চেষ্টা—জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নরসিংদীর করিমপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত সৌদিতে বাস‑ট্যাঙ্কার সংঘর্ষে ৪২ ভারতীয় নিহতের আশঙ্কা হাসিনার রায়: সজীব ওয়াজেদের সতর্কবার্তা বৈধ-অবৈধ সব ফোনই পাচ্ছে স্বয়ংক্রিয় নিবন্ধন অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হাইকোর্টে মামলার স্থগিতাদেশ: চার বছর ধরে মানবেতর জীবনে নরসিংদীর তানিয়া ও তার শিশু কন্যা

পর্ন সাইটে ছবি ফাঁস জাহ্নবী কাপুরের

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৮

বিনোদন ডেস্কঃ দিনরাত পাপ্পারাৎজিদের লেন্সের ফোকাস থাকে তারকাদের দিকে। এযেন পান থেকে চুন খসলেই, যত বড় সুপারস্টারই হোন না কেন, ছেড়ে কথা বলেন না নেটপাড়ার নীতিপুলিশেরা! তারকাসন্তানরাও বাদ যান না! জাহ্নবী কাপুরের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বলিউডের স্বনামধন্য প্রযোজক বনি কাপুর ও সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে হওয়ায় শৈশব থেকেই লাইম লাইটে ছিলেন জাহ্নবী। আর খ্যাতি যখন রয়েছে, তার বিড়ম্বনায় তো পড়তেই হবে!শ্রীদেবীকন্যার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। জাহ্নবীর বয়স তখন মাত্র বারো কি তেরো বছর! প্রাপ্তবয়স্কদের সাইটে তাঁর ছবি ফাঁস হওয়ার জেরে স্কুলেও হেনস্তার মুখে পড়তে হয় তাঁকে! সেই পরিস্থিতি অভিনেত্রীর কাছে বিভীষিকার থেকে কোনও অংশে কম ছিল না। এতবছর বাদে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর।তাঁর মন্তব্য, “তারকাসন্তান হওয়ায় শৈশব থেকেই লাইম লাইটে। আমাদের দেখলেই পাপ্পারাৎজিরা ছুটে আসত। সেইরকমই একটা ছবি ছড়িয়ে পড়ে যখন আমি চতুর্থ শ্রেণীতে পড়ছি। স্কুলের কম্পিউটার ল্যাবে ঢোকামাত্রই দেখতে পাই স্ক্রিনে সকলে আমার ছবি দেখে হাসাহাসি করছে। খুব অস্বস্তিকর পরিস্থিতি মধ্যে পড়তে হয়েছিল। এমনকী শিক্ষিকাদের ব্যবহারেও পরিবর্তন লক্ষ্য করেছিলাম।”অভিনেত্রীর সংযোজন, “প্রথমটায় বুঝতে পারিনি যে কেন আমাকে খারাপ মেয়ে ভেবে দূরে ঠেলে দিচ্ছেন তাঁরা। বন্ধুরাও কেমন আড়চোখে তাকাত। সকলেই জিজ্ঞেস করত কবে স্কুলের পাঠ চোকাব? কিংবা ইয়াহু সার্চিং সাইটে আমার ছবিই বা গেল কী করে?”২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার হাত ধরে বলিউডে পাড়ি দিয়েছিলেন জাহ্নবী কাপুর। তার পর বছর পাঁচেক কেটে গিয়েছে। বিভিন্ন ছবিতে নানারকম চরিত্রে নিজেকে এক্সপেরিমেন্ট করে অভিনেত্রী হিসেবে ভার্সেটাইলিটি বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে মুম্বইয়ের ডাকসাইটে পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও পার পাননি জাহ্নবী! কিশোরী বয়সেই তাঁর ছবি ফাঁস হয়ে যায় পর্নসাইটে।২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার হাত ধরে বলিউডে পাড়ি দিয়েছিলেন জাহ্নবী কাপুর। তার পর বছর পাঁচেক কেটে গিয়েছে। বিভিন্ন ছবিতে নানারকম চরিত্রে নিজেকে এক্সপেরিমেন্ট করে অভিনেত্রী হিসেবে ভার্সেটাইলিটি বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে মুম্বইয়ের ডাকসাইটে পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও পার পাননি জাহ্নবী! কিশোরী বয়সেই তাঁর ছবি ফাঁস হয়ে যায় পর্নসাইটে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com