বৃহস্পতিবার, ১৯ Jun ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নরসিংদীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান: দুটি মিষ্টির দোকানে জরিমানা দখলকৃত প্রেসক্লাব অবমুক্ত করতে সাংবাদিকদের ৭ দিনের আল্টিমেটাম দাবি নিষ্পত্তিতে নির্ভরযোগ্য অবস্থানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী নেতা শেখ রিয়াজ উদ্দিন রানার নেতৃত্বে রাজপথে উদ্দীপনা জ্বালানির দাম বাড়বে কি না, জানালেন অর্থ উপদেষ্টা ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি জহিরের বিরুদ্ধে ফের বর্বরতা, খালপাড়ে মোখলেসের দুই হাত কেটে দিলো কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশকে পরাধীন-এর গোলাম বানিয়েছে তাদের মুখে দেশ পরিচালনার কথা মানায় না- সাজ্জাদুল মিরাজ ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে কৃষক বাবার মৃত্যু 
মালয়েশিয়াকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশের মেয়েরা

মালয়েশিয়াকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশের মেয়েরা

ভিশন বাংলা ডেস্ক- হংকংয়ে অনুষ্ঠিত জকি কাপের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের। শুক্রবার মাঠে নেমেই লাল-সবুজ প্রতিনিধিরা মালয়েশিয়াকে ভাসিয়েছে গোল বন্যায়। মারিয়া মান্ডার দল প্রতিপক্ষকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে।

র‌্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে ২২ ধাপ পেছনে বাংলাদেশ। কিন্তু মাঠের ফুটবলে শুক্রবার সেটা বুঝতে দেয়নি লাল-সবুজের মেয়েরা। প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

শুক্রবার ম্যাচের ১৩ মিনিটে সাজেদা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তহুরা ব্যবধান দ্বিগুণ করেন ১৮ মিনিটে। দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন তিনি। শামসুন্নাহার প্রথমার্ধে দুটি গোল করেন ২১ ও ৩৭ মিনিটে। মাঝে ২৪ মিনিটে আনাই মোগিনি প্রতিপক্ষের জালে জড়ান বল।

বিরতির পর ৪৬ মিনিটে আনুচিং বাংলাদেশের হয়ে করেন সপ্তম গোল। ৫৩তম মিনিটে মালয়েশিয়া একটি গোল শোধ দেয় জেমিনের সৌজন্যে। এরপর ৫৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন শামসুন্নাহার। আনাই ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন। দুই মিনিট পর নিলুফার ইয়াসমিন নীলা মালয়েশিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন। তাতে ১০-১ গোলের জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।

এরআগে গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা হংকংয়ে অনুষ্ঠিত জকি কাপের শুরুতেও ধরে রাখল দলটি।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ শনিবার। প্রতিপক্ষ ইরান। ১ এপ্রিল হংকংয়ের বিপক্ষে লড়বে মারিয়া মান্ডার দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলের হাতে উঠবে জকি কাপের শিরোপা। তাতে শুক্রবার কিছুটা হলেও এগিয়ে গেল লাল-সবুজের মেয়েরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com