মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

১০৭ শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে ঢাকা

১০৭ শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে ঢাকা

নিউজ ডেস্কঃ বায়ুদূষণের তালিকায় ১০৭টি শহরের মধ্যে শীর্ষে আজ রাজধানী ঢাকা। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর ১৯৪ অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং এই শহরের বায়ুর মানের স্কোর ১৭৮ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।তৃতীয় অবস্থানে রয়েছে চীনের সাংহাই। শহরটির স্কোর ১৭৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com