রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

টিয়ারগ্যাস থেকে বাঁচতে গিয়ে রিকশা উল্টে আহত সাংবাদিকের মৃত্যু

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৬১

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতার সময় পুলিশের টিয়ার গ্যাসে আহত বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য রফিক ভূইয়া মারা গেছেন। রবিবার (২৯ অক্টোবর) রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশাযোগে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরোনো ভবনের কাছে পৌঁছলে পুলিশের টিয়ারশেলের কবলে পড়েন রফিক ভূইয়া। এ সময় তিনি রিকশা থেকে পড়ে যান। পরে বারডেম হাসপাতালে নিলে ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রফিক ভূইয়া সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে অনেকবার নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা ও ছড়া লিখতেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com