শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

প্রায় দুই কোটি মানুষ আত্মগোপনে: সুব্রত চৌধুরী

প্রায় দুই কোটি মানুষ আত্মগোপনে: সুব্রত চৌধুরী

আদালত প্রতিবেদক: বিএনপির অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মিছিল-সমাবেশ করেছেন সরকার বিরোধী আইনজীবীরা।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিএনপিপন্থী সহ সমমনা শতাধিক আইনজীবী অবরোধ সমর্থনে মিছিল-সমাবেশে অংশ নেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, আপনারা মুরগির ছানার মতো ধরছেন। ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এক কোটি জনগণ বাড়িছাড়া, ঘরহারা। তারা ব্যবসা-বাণিজ্য করতে পারছেন না।

তিনি বলেন, প্রায় দুই কোটি মানুষ আজ পাহাড়ে জঙ্গলে আত্মগোপনে রয়েছেন। আপনারা কাউকে রেহাই দিচ্ছেন না। দুর্ভাগ্য আমাদের। আপনারা কাকে ধরতে চান তাও বুঝি না।

তিনি আরও বলেন, জনগণের যে আন্দোলন, সে আন্দোলনে বিজয় ছাড়া আর কোনো পথ সামনে নেই। আজ আমরা একত্রিত হয়েছি। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা শামিল হবো।

ইউএলএফ সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মহসীন রশিদ, বদরুদ্দোজা বাদল, আব্দুল জব্বার ভুইয়া, জগলুল হায়দার আফ্রিক, রুহুল কুদ্দুস কাজল, আবেদ রেজা, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com