রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

অক্টোবরে সড়কে নিহত ৪৩৭, এক-তৃতীয়াংশই মোটরসাইকেল দুর্ঘটনায়

অক্টোবরে সড়কে নিহত ৪৩৭, এক-তৃতীয়াংশই মোটরসাইকেল দুর্ঘটনায়

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় ৪৩৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১৪৪ জনের। অর্থাৎ ৩৩ শতাংশের মৃত্যুর কারণ মোটরসাইকেল দুর্ঘটনা।

আজ শনিবার অক্টোবরে সড়ক দুর্ঘটনার এ তথ্য প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, অক্টোবর মাসে ৪২৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৩৭ জন। আহত হয়েছেন ৬৮১ জন। একই সময় রেলপথে ২৯টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৩ জনের। আহত হয়েছেন ১৫৫ জন। এ ছাড়া নৌপথে ৬টি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে গত অক্টোবরে মারা গেছেন ৫০২ জন।

যাত্রী কল্যাণ সমিতির সংবাদ বিজ্ঞপ্তি বলছে, অক্টোবরে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৪১ জন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে। এ বিভাগে অক্টোবর মাসে ২১ জনের প্রাণ গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com