শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান!
ঢাকা ডেন্টাল কলেজে বিগত ৫ বছরে অবসরে যাওয়া ২৪ জন শিক্ষকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

ঢাকা ডেন্টাল কলেজে বিগত ৫ বছরে অবসরে যাওয়া ২৪ জন শিক্ষকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ঢাকা ডেন্টাল কলেজের অডিটোরিয়ামে গত ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুরু হয় অধ্যক্ষ অধ্যাপক ডা: হুমায়ুন কবীর বুলবুলের সভাপতিত্বে।
স্বাগত বক্তব্যে তিনি বলেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি সৌকর্য অনুষ্ঠান করার অভিপ্রায়টি বাস্তবায়নে সকল ফেকাল্টি,ছাত্র-ছাত্রী,কর্মকর্তা-কর্মচারীদের স্বতস্ফুর্ততা প্রমান করছে যে
সম্মান জানানোর বাংগালির সেই চিরায়ত সংস্কৃতি আমাদের মধ্যে এখনও বহমান রয়েছে।
উপস্থিতির প্রতিক্রিয়া হচ্ছে ,সাধারণত বক্তব্য খুব কমই শুনতে চায় সবাই, কিন্তু এই সকল শিক্ষকদের কথা সকল উপস্থিতি মনোযোগ সহকারে শোনেন।
সম্মানিত শিক্ষকবৃন্দ সকলেই তাদের কথায় আবেগ আপ্লূত হয়ে যায়। সকলের কথায় ঢাকা ডেন্টাল কলেজের প্রতি ভালো লাগা,ভালোবাসা ফুটে উঠে।
ডেন্টাল কলেজ তাদের একটা মায়া, তাদের ভালোবাসা।


ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে ক্রেস্ট,এক্সিকিউটিভ ব্যাগ,মুক্তিযুদ্ধের চেতনার স্মারক উত্তরীয় এবং আবহমান বাংলার সংস্কৃতি ও লোকশিল্পের অংশ নকশী কাঁথা প্রদান করে যাঁদের সম্মানিত করা হয়:
১.অধ্যাপক ডা. সালাহউদ্দিন আহমেদ
অধ্যাপক ও প্রধান, পেরিওডন্টোলজি এবং ওরাল প্যাথলজি বিভাগ

২. অধ্যাপক ডা. ফারহা নূর
অধ্যাপক ও প্রধান বিভাগ জেনারেল ও ডেন্টাল ফার্মাকোলজি

৩. ডা. ফজলে রাব্বি
সহকারী অধ্যাপক , চিল্ড্রেন প্রিভেন্টিভ এন্ড কমিউনিটি ডেন্টিস্ট্রি

৪.অধ্যাপক ডা. জালাল উদ্দিন মাহমুদ
অধ্যাপক ও প্রধান পেরিওডন্টোলজি এবং ওরাল প্যাথলজি বিভাগ

৫. ডা. মোহাম্মদ নাসিরুল ইসলাম
সহযোগী অধ্যাপক ও প্রধান, ডেন্টাল ইমপ্লান্টোলজি বিভাগ

৬. অধ্যাপক ডা. সাবরিনা হক
অধ্যাপক ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ ডেন্টিস্ট্রি

৭. প্রফেসর ডা. এস এম ইকবাল হুসাইন
প্রাক্তন অধ্যক্ষ, অধ্যাপক, ডেন্টাল অ্যানাটমি বিভাগ

৮. ডা. খন্দকার মাহমুদুর রহমান
সহযোগী অধ্যাপক

৯. ডা. মুহাম্মদ মিজানুর রহমান
সহযোগী ও বিভাগীয় প্রধান, পেরিওডন্টোলজি এবং ওরাল প্যাথলজি বিভাগ

১০. ডা. জেসমিন হক
সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ ডেন্টিস্ট্রি

১১. অধ্যাপা ডা. উম্মে সালমা আব্দুল্লাহ
অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডিপার্টমেন্ট অফ চিলড্রেন প্রিভেন্টিভ অ্যান্ড কমিউনিটি ডেন্টিস্ট্রি।

১২. অধ্যাপক ডা. সালেহা পারভীন
অধ্যাপক ,বিভাগীয় প্রধান সাইন্স এন্ড ডেন্টাল মেটিরিয়াল

১৩. অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ প্রস্থডন্টিক্স

১৪. ডা. আ ফ ম সারোয়ার
ভাইস প্রিন্সিপাল, সহযোগী অধ্যাপক,
চিলড্রেন প্রিভেন্টিভ অ্যান্ড কমিউনিটি ডেন্টিস্ট্রি

১৫. অধ্যাপক ডা. মোঃ ফারুক
অধ্যাপক ও প্রধান, ডেন্টাল অ্যানাটমি বিভাগ

১৬. অধ্যাপক ডা. উম্মে কুলসুম
অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি

১৭. ডা. এবিএম ফরিদ উদ্দিন
সহকারী অধ্যাপক, প্রস্থোডন্টিক্স বিভাগ

১৮. প্রফেসর ডা. রেজিনা পারভীন
অধ্যাপক, মাইক্রোবায়োলজি ও প্যাথলজি বিভাগ

১৯. অধ্যাপক ডা. শরিফুল ইসলাম
অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, চিলড্রেন এন্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি

২০. ডা. মোহাম্মদ গোলাম সারোয়ার
সহযোগী অধ্যাপক,ডেন্টিস্ট্রি

২১. অধ্যাপক ডা. রওশান আক্তার
অধ্যাপক ডিপার্টমেন্ট অফ চিলড্রেন প্রিভেন্টিভ এন্ড কমিউনিটি ডেন্টিস্ট্রি

২২. অধ্যাপক ডা. আনোয়ারা হক
অধ্যাপক ও প্রধান, ডেন্টাল পাবলিক হেলথ বিভাগ

২৩. অধ্যাপক ডা. তারিন রহমান
অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ।

২৪. অধ্যাপক ডা. রাজিউদ্দিন খান
অধ্যাপক ও প্রধান, ডেন্টাল অ্যানাটমি বিভাগ

চিলড্রেন এন্ড প্রিভেন্টিভ বিভাগের বিভাগীয় প্রধান ডা. ইকরামুল আহমেদ এর সঞ্চালনা করেন। এ ধরনের অনুষ্ঠান প্রতিনিয়ত হোক, সেই প্রত্যাশা উপস্থিত সকল ছাত্র শিক্ষক এবং চিকিৎসকের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com