সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলোচনা সভায় সভাপতিত্বে করেন নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীটি মাধবপুর পৌরশহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতায় সিনিয়র সহকারী কশিনার (ভূমি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুকোমল রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বাবু জীবন কৃষ্ণ বণিক, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাওছার আহমেদ।
মাধবপুর (হবিগঞ্জ) থেকে মোঃ নজরুল ইসলাম খান