মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

ভারতে গেমিং জোনে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২০ জনের

ভারতে গেমিং জোনে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২০ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে। সরকারি কর্মকর্তারা বলছেন, আগুন নেভানোর কাজ চলছে। সেই সঙ্গে চলছে উদ্ধার অভিযান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেছেন, ‌‌‌‌‘উদ্ধার অভিযান চলছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা যতটা সম্ভব মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছি। এখন পর্যন্ত প্রায় ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা তদন্ত করা হবে। গেমিং জোনের মালিক যুবরাজ সিং সোলাঙ্কি। আমরা অবহেলা ও প্রাণহানির ঘটনায় একটি মামলা করব।’

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, ‘রাজকোটের গেম জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য মিউনিসিপ্যাল ​​করপোরেশন এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ আমি নিশ্চিত করে বলতে পারছি না। এটি তদন্তের বিষয়। উদ্ধারকাজ চলছে এবং কয়েকটি দমকল ইউনিট মোতায়েন করা হয়েছে। কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আলোচনার জন্য আমরা ফায়ার ব্রিগেডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’

গুজরাটের দমকল বিভাগের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভানোর চেষ্টা চলছে। আমরা নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি। অস্থায়ী অবকাঠামো ভেঙে পড়ায় অগ্নিনির্বাপণ অভিযানে সমস্যার সম্মুখীন হচ্ছি।’

ওই কর্মকর্তা এএনআইকে আরও বলেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পর আমরা হতাহতের সঠিক সংখ্যা বলতে পারব। আমরা এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করব। এরই মধ্যে শহরের অন্য সব গেমিং জোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com