বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম উলিপুরে নিয়োগ বাণিজ্যের বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রিন্সিপাল অবরুদ্ধ, দফায় দফায় বৈঠক ও বিক্ষোভ মিছিল জাতীয় লেখক উৎসবে সন্মাননা পেলেন কবি ও সাংবাদিক মোল্লা মোঃ রানা কসবায় ঈদে মিলাদুন্নবী ও সিরাতুুন্নবী সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ৫০ জন আহত দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল ২০১৪ সালে আখাউড়ায় ভোটকেন্দ্রে হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে মামলা ঢাকা কলেজসহ তিন সরকারি কলেজে নতুন অধ্যক্ষ, তিন কলেজে উপাধ্যক্ষ নিয়োগ বৈষম্যবিরোধী আন্দোলন ও রাষ্ট্র-সংস্কার প্রসঙ্গ দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী আলেমরা ঐক্যবদ্ধ হলে বিজয় কেউ ঠেকাতে পারবে না: জামায়াত ইউনূসকে চুবানো-খালেদাকে ফেলে দেওয়ার হুমকিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
কর্মসূচির ঘোষণা ঢাবি থেকে আসবে, ডিবি অফিস থেকে নয় : যবিপ্রবি শিক্ষার্থীরা

কর্মসূচির ঘোষণা ঢাবি থেকে আসবে, ডিবি অফিস থেকে নয় : যবিপ্রবি শিক্ষার্থীরা

ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে অভিযোগ করে বিবৃতি প্রত্যাহার করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। তাঁরা বলেন, আন্দোলন বিষয়ক কর্মসূচির ঘোষণা ঢাবি থেকে আসবে, ডিবি অফিস থেকে নয়।

সোমাবার (২৯ জুলাই) যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এক বিবৃতিতে ডিবি কার্যালয়ে দেওয়া সমন্বয়কদের বিবৃতি প্রত্যাহারের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘স্পষ্ট বিবৃতি’ নামে একটি বিবৃতি শেয়ার করে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও ডিবি অফিসে দেওয়া সমন্বয়কদের বিবৃতি প্রত্যাহারের ঘোষণা দেন।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছে যে, জিম্মি করে অস্ত্রের মুখে ডিবি অফিসে হাতে স্ক্রিপ্ট ধরিয়ে জোরপূর্বক যে বিবৃতি দেওয়ানো হয়েছে তা এদেশের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে। আন্দোলন বিষয়ক কর্মসূচির সিদ্ধান্ত ঢাবির ক্যাম্পাস থেকে আসবে, ডিবির অফিস থেকে নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ ক্যাম্পাসে যেই আন্দোলনের ডাক দেবে তার ডাকে সাড়া দেবে সারাদেশের ছাত্রসমাজ। শহীদের রক্তের সাথে বেঈমানী করা হবে না ইংশাআল্লাহ।

উল্লেখ্য, এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজত থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। রবিবার (২৮ জুলাই) রাতে সব কর্মসূচি প্রত্যাহারের এ ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা লিখিত বার্তায় এ ঘোষণা দেন।

এ বিবৃতি দেওয়ার পর রোববার এক বিবৃতিতে ডিবি কার্যালয়ে দেওয়া ৬ সমন্বয়কের বিবৃতি প্রত্যাহারের কথা জানিয়েছেন আন্দোলনের অন্য সমন্বয়ক আব্দুল কাদের। তিনি জানান, সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেয়ানো হয়েছে, তা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে।

আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একইসাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com