বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
ড. মুহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল ও যশোরের দুই কর্মকর্তা জোনাল ম্যানেজার ইফতেখার আলম ও প্রশাসনিক কর্মকর্তা সুভাষ কুমারের অপসারণ দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার যশোর শহরের পালবাড়ি মোড় সংস্থার কার্যালয়ে দিনভর যশোরের জোনাল ম্যানেজার এবং প্রশাসনিক কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসরণের দাবিতে এ বিক্ষোভ করে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী ও বিভিন্ন পদের কর্মকর্তারা। এসময় বিক্ষোভকারীরা ১০ দফা দাবি জানান। বিক্ষোভে উপস্থিত ছিলেন যশোর জোন প্রতিনিধি কামরুজ্জামান, সাবেক জোন প্রতিনিধি ইব্রাহিম হোসেন, আন্দোলনের সমন্বয়ক মহাসিন হোসেনসহ মাঠকর্মী ও বিভিন্ন পদের কর্মকর্তারা।