বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
মোঃ সুরুজ: রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত । আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সবুজ রহমান এর আগে ইনুকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেলে দু’পক্ষের শুনানির পর আদালত হাসানুল হক ইনুর ৫ দিনের রিমান্ডের মঞ্জুর করেন।
ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুরের বছিলা রোডে রাত সাড়ে ৮টার দিকে বেড়িবাঁধ এলাকায় পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয় ট্রাকচালক সুজন। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মারা যান। হাসানুল হক ইনুর নাম সুজন হত্যা মামলার এজাহারে আসামি হিসেবে রয়েছে।
আজ বেলা সাড়ে তিনটার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে হাসানুল হক ইনুকে ঢাকার সিএমএম আদালতের তোলা হয়।
গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয় পরে তাঁকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরদিন নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।