শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান! নবান্ন উৎসব ঘিরে জমে উঠেছে কালাইয়ে মাছের মেলা কটিয়াদীতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্বর্ধনা জনগণের ভোটের অধিকার নিশ্চিত না-হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে: রুহুল কুদ্দুস তালুকদার দুলু
দক্ষিণ ২৪ পরগনায় বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসুচি

দক্ষিণ ২৪ পরগনায় বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসুচি

কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর:  বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের চন্দনেশ্বর গ্রামে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন তৃণমূল কংগ্রেস। এবার বিশ্বউষ্ণায়ন ও আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা মাথায় রেখে ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের চন্দনেশ্বর এলাকায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শিক্ষক দিবসে ধোসা চন্দনেশ্বর অঃ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করেন জেলা পরিষদের সদস্য শ্রী তপন কুমার মন্ডল। জেলা পরিষদের সদস্য তপন কুমার মন্ডল জানিয়েছেন, ‘বিশ্ব উষ্ণায়ণের ফলে ঋতু পরিবর্তন হচ্ছে, উষ্ণতম হয়ে উঠছে পৃথিবী। হারিয়ে যাচ্ছে সবুজ পৃথিবী। যাতে আগামী প্রজন্ম ধরণীর বুকে সুরক্ষিত থাকে, সবুজ পৃথিবী গড়ে ওঠে তারজন্য আমরা আপাতত ধোসা চন্দনেশ্বর এলাকায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নিয়েছি। আগামী কয়েকদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।’এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তপন কুমার মন্ডল,জয়নগর- ১ নং পঞ্চায়েত সমিতি কর্মধক্য ভবেশ রঞ্জন চক্রবর্তী, ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা সরদার, বুথ সভাপতি সৌমেন সরদার সহ-অন্যান্যরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com