সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

ডোমার জোড়াবাড়ীতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডোমার জোড়াবাড়ীতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহেল রানা,ডোমারঃ 

নীলফামারী ডোমারে “শহিদ জিয়া অমর হোক, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ” এই স্লোগানকে সামনে রেখে যুব, ঐক্য,প্রগতীর পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জোড়াবাড়ী ইউনিয়ন শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

শুক্রবার (৬ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া আদর্শ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় সদস্য নীলফামারী জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী,প্রধান বক্তা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইফতেখাইরুল আলম তিতুমীর, বিশেষ বক্তা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শাহিন আলম শাস্ত।

ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ তোজাম্মেল হক এর সঞ্চালনায় ও আহবায়ক মোঃ রবিউল আলম ভুট্টু এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিরউদ্দিন সরকার,সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মারুফ সুজন,সংগঠনিক সম্পদক নুর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম সুফি,মনোয়ার হোসেন,আহসান হাবীব,শফিউল বারী বাবু,পৌর যুবদলের আহবায়ক মোঃ শরিফুল ইসলাম পাপ্পু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম আনু, প্রমুখ সহ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও ওয়ার্ড যুবদলের নেতা কর্মীবৃন্দ।

এসময় বক্তব্যে নেতারা বলেন- বিএনপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তারেক রহমান ও (ডোমার ডিমলা) সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের নির্দেশক্রমে আসছে আগামী নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাসে দারানোর জন্য এবং পদের রাজনীতি না করে ভোটের রাজনীতি করার আহবান জানান,একইসাথে সামনে দূর্গা পূজায় সকলকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com