সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
অগ্নিনির্বাপণ সহ দুর্যোগকালীন সচেতনতা ও সতর্কতা বৃদ্ধিকল্পে নীলফামারীর ডোমারে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সোমবার (৯ই সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
এতে ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী সহ মাদ্রাসাটির শিক্ষকবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডোমার স্টেশনের কর্মকর্তা ও ফায়ার ফাইটারবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের মাঝে দুর্যোগকালীন সচেতনতা তৈরি সহ বিভিন্ন করণীয় সম্পর্কিত আলোচনা ও ব্যবহারিক শিখন কার্যক্রম পরিচালনা করেন কর্মকর্তারা।