শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হানি ট্র্যাপে ফেলে অর্থ আদায়: গ্রেফতার ৭ রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান রাজশাহীতে শিক্ষককে হত্যার চেষ্টা মামলায় ছাত্রীকে পাঠানো হলো কিশোরী উন্নয়ন কেন্দ্রে টাঙ্গাইলে স্ত্রীর প্রতারণার শিকার হয়ে স্বামীর সংবাদ সম্মেলন স্বদেশ ইসলামী লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন এ জেড কাওছার লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা স্ত্রীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করলেন সেই নির্যাতিত অফিসার কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ লিগ্যাল নোটিশ প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ এর বক্তব্য রাজশাহীতে জাল নোটসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার
টুঙ্গিপাড়ায় ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়ায় ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: টুঙ্গিপাড়ার ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্ট করার অভিযোগ তাদের বিরুদ্ধে।

ও এস এম জিলানীর ভাতিজা গোপালগঞ্জ জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুলকার শেখ বাদী হয়ে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ মামলা করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অজ্ঞাতনামা আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে তার গ্রামের বাড়িতে আসছিলেন। তাদের আপ্যায়নের জন্য রান্না করা হয়েছিল খাবার। এ খাবারের আয়োজনে খরচ হয়েছিল দেড় লাখ টাকা।

ওই দিন রাত ৮টায় মামলার এক নম্বর আসামি মো. নাজমুল শেখের নেতৃত্বে অন্য আসামিরা ইটপাটকেল ও লাঠি নিয়ে বাড়িতে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং খাবার নষ্ট করেন।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান বলেন, আসামিরা পলাতক থাকায় এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com