সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়ায় ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: টুঙ্গিপাড়ার ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্ট করার অভিযোগ তাদের বিরুদ্ধে।

ও এস এম জিলানীর ভাতিজা গোপালগঞ্জ জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুলকার শেখ বাদী হয়ে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ মামলা করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অজ্ঞাতনামা আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে তার গ্রামের বাড়িতে আসছিলেন। তাদের আপ্যায়নের জন্য রান্না করা হয়েছিল খাবার। এ খাবারের আয়োজনে খরচ হয়েছিল দেড় লাখ টাকা।

ওই দিন রাত ৮টায় মামলার এক নম্বর আসামি মো. নাজমুল শেখের নেতৃত্বে অন্য আসামিরা ইটপাটকেল ও লাঠি নিয়ে বাড়িতে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং খাবার নষ্ট করেন।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান বলেন, আসামিরা পলাতক থাকায় এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com