সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
সোহেল রানা,ডোমারঃ
নীলফামারীর ডোমার উপজেলার জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠর হয়েছে আজ।
নীলফামারীর ডোমারে মাদ্রাসা সুপার মোঃ আব্দুল মোনায়েমকে সভাপতি ও মোঃ নুরুজ্জামান বাবলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১শে সেপ্টেম্বর) রাতে পৌর শহরের ডিবি রোডের জননী প্লাজায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন উপস্থিত সকলের সম্মতিক্রমে কমিটি গঠন করেন।
কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আমিনুর রহমান, সহ-সভাপতি পদে কাজী মাজহারুল হক, মোঃ সাদিকুল ইসলাম (সাদি), মোঃ আছিনুর রহমান ও হাফেজ মোঃ ইমদাদুল হক, যুগ্ম-সম্পাদক পদে হাফেজ মোঃ আইনুল ইসলাম ও হাফেজ মোঃ ফয়েজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ গোলাম মোস্তফা ও মুফতি মোঃ জোবায়ের, দপ্তর সম্পাদক পদে হাফেজ মোঃ মোস্তফা কামাল ও প্রচার সম্পাদক পদে হাফেজ মোঃ সেলিম মিঞা নির্বাচিত হয়েছেন।
কমিটি গঠনের সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।