সোমবার, ০৭ Jul ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
সিরাজগঞ্জ থেকে জাহিদ হাসানের পাঠানো প্রতিবেদন:
সিরাজগঞ্জ ২্ সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার জান্নাতারা হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর জামিন না মঞ্জুর করে সাত দিনের রিমান্ডো দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট রফিক সরকার ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার ২ অক্টোবর বিকাল তিনটার দিকে সদর থানা পুলিশ তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া জেলা যুবদলের সহ সভাপতি শোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। দশ দিনের রিমান্ডো আবেদন করে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে। পরে দীর্ঘ ৩২ মিনিট শুনানি শেষে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টু এর বিচারক মোঃ রাসেল মাহমুদ তাদের দুজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ও কারাগারে পাঠানোর নির্দেশ দেয় মৌলভীবাজার জেলার বরশি জোড়া গ্রাম থেকে লাবুও তার স্ত্রীকে গ্রেফতার করে পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করলে সিরাজগঞ্জ আনা হয়।