শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে বসতবাড়ির পিছনের গাছ থেকে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার প্রশিক্ষা ধরণীগঞ্জ শাখার কিস্তি অফিসার আজম ইসলামের অনৈতিক প্রস্তাব: ভুক্তভোগীর পরিবার ক্ষোভে ফেটে পড়েছে অনলাইনে চাকরি ও ব্যবসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল তারা নেপালে ফেসবুক, এক্স, ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক মাধ্যম বন্ধ শ্রীনগরে সার্চওয়ারেন্টে সেলিনা আক্তারের মালামাল জব্দ লক্ষীচাপ বল্লমপাঠে ফুটবল প্রীতি ম্যাচ: যুব সমাজকে মাদকমুক্ত রাখার উদ্যোগ সাংবাদিক হত্যা ও নির্যাতনের নিন্দা : ঢাকা প্রেসক্লাবের কঠোর প্রতিবাদ ও বিচারের দাবি মাদক-চাঁদাবাজি থেকে খুনী: ঢাকার ‘লেডি ডন’ গ্রেপ্তার ডাকসু নির্বাচনে বাধা নেই: হাইকোর্ট ২০ টাকায় ডিএমএফ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসার অভিযোগ কুষ্টিয়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের বিরুদ্ধে
জয়পুরহাটের পুনটে ইউনিয়ন বিএনপির আয়োজনে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটের পুনটে ইউনিয়ন বিএনপির আয়োজনে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মো:মিশিকুল মন্ডল:

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় পুনট ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের আয়োজনে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

১৫ অক্টোবর বিকাল ৩:০০ ঘটিকায় পুনট বাজারে অনুষ্ঠিত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার বিএনপির সাবেক সদস্য মোঃ মোজাফফর হোসেন
জেলা যুবদলের সদস্য এফতাদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদস্য অধ্যক্ষ এম এ গফুর মন্ডল, আনিছুর রহমান তালুকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, আব্দুস সামাদ বাবু, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শাহনুর রহমান শাহীন, জেলা আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. হারুনুর রশীদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও কালাই থানা বিএনপির সদস্য আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য ও থানা বিএনপির সদস্য মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন।

সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে বক্তারা বিগত সরকারের আমলে দলীয় নেতাকর্মীদের উপর মামলা-হামলা, জেল-জুলুম, নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন আওয়ামী সরকার যে একনায়কতন্ত্র সৃষ্টি করে দেশের জনগণকে অবরুদ্ধ করে রেখেছিলো, কথা বলার স্বাধীনতা হরণ করেছিলো সেটা ভুলে গেলে চলবেনা। দেশের জনগণের জন্য আমরা রাজনীতি করি তাই দেশের স্বার্থ সবার আগে। দেশের জনগণের টাকা যারা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে তলানিতে রেখে গেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে রাজনীতি করতে হবে। আগামী নির্বাচনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার এস্তেহার বাস্তবায়নে সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ বির্নিমান করতে হবে।

আয়োজিত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগিতা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও শহীদ জিয়ার সৈনিকেরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com