শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সব মিলিয়ে ৪ দিন চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন অনুষ্ঠিত নরসিংদীতে মোবাইল কোর্ট পরিচালনা: ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা এনসিপির পক্ষে নরসিংদীতে এড. শিরিন আক্তার শেলি এর গণসংযোগ হাই কোর্টের নির্দেশ অমান্য করে চট্টগ্রাম এয়ার পোর্ট ভিআইপি রোডে চলছে অবৈধ ব্যাটারী চালিত টমটম “মানছে না ট্রাফিক আইন” সৎ মা-ভাইদের হামলায় বাবার বাড়ি থেকে বিতাড়িত অসহায় মেয়ে ও তার মা.. জীবনের ঝুঁকি নিয়ে তারা ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মা হারা, এতিম অসহায় মেধাবী শিক্ষার্থী মতিউরের স্বপ্ন– ডাক্তার হতে চাই দেবিদ্বারে ঈদের ছুটিতে ও থেমে নেই পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম
জয়পুরহাটের পুনটে ইউনিয়ন বিএনপির আয়োজনে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটের পুনটে ইউনিয়ন বিএনপির আয়োজনে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মো:মিশিকুল মন্ডল:

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় পুনট ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের আয়োজনে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

১৫ অক্টোবর বিকাল ৩:০০ ঘটিকায় পুনট বাজারে অনুষ্ঠিত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার বিএনপির সাবেক সদস্য মোঃ মোজাফফর হোসেন
জেলা যুবদলের সদস্য এফতাদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদস্য অধ্যক্ষ এম এ গফুর মন্ডল, আনিছুর রহমান তালুকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, আব্দুস সামাদ বাবু, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শাহনুর রহমান শাহীন, জেলা আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. হারুনুর রশীদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও কালাই থানা বিএনপির সদস্য আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য ও থানা বিএনপির সদস্য মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন।

সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে বক্তারা বিগত সরকারের আমলে দলীয় নেতাকর্মীদের উপর মামলা-হামলা, জেল-জুলুম, নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন আওয়ামী সরকার যে একনায়কতন্ত্র সৃষ্টি করে দেশের জনগণকে অবরুদ্ধ করে রেখেছিলো, কথা বলার স্বাধীনতা হরণ করেছিলো সেটা ভুলে গেলে চলবেনা। দেশের জনগণের জন্য আমরা রাজনীতি করি তাই দেশের স্বার্থ সবার আগে। দেশের জনগণের টাকা যারা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে তলানিতে রেখে গেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে রাজনীতি করতে হবে। আগামী নির্বাচনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার এস্তেহার বাস্তবায়নে সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ বির্নিমান করতে হবে।

আয়োজিত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগিতা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও শহীদ জিয়ার সৈনিকেরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com