বুধবার, ২১ মে ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড গ্যাং লিডার হিটলু বাবু গ্রফতার, অস্ত্র উদ্ধার জীবনমান উন্নয়নে আগৈলঝাড়ায় সেমিনার ভোলার উন্নয়নে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি: প্রধান উপদেষ্টার প্রতি স্মারকলিপি জুলাই যোদ্ধার অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কান উৎসবে প্রথম টেলিভিশন নারী সাংবাদিক শাহরিন জেবিন সরকারী খোলা থাকার নির্দেশ অমান্য করে তালা ঝুলছে নিকারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত
লভ্যাংশ কমলেও ৬৩ শতাংশ আয় বেড়েছে মাইক্রোসফটপ্রধান সত্য নাদেলার

লভ্যাংশ কমলেও ৬৩ শতাংশ আয় বেড়েছে মাইক্রোসফটপ্রধান সত্য নাদেলার

ভিশন বাংলা ডেস্ক: লভ্যাংশ নেওয়া কমিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। তারপরও গত বছর তাঁর আয় বেড়েছে ৬৩ শতাংশ। ২০২৩ সালে মোট ৭ কোটি ৯১ লাখ ডলার আয় করেছেন সত্য নাদেলা। লভ্যাংশে বড় ধরনের কাটছাঁট না হলে তাঁর আয় আরও বাড়ত বলে জানিয়েছে বিবিসি।

বেতন, বোনাস, শেয়ারসহ কোম্পানি থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা পেয়ে থাকেন সত্য নাদেলা। কিন্তু গত বছর মাইক্রোসফটে সাইবার নিরাপত্তাত্রুটির কারণে সত্য নাদেলা তাঁর প্রাপ্ত লভ্যাংশের একটি অংশ কমানোর অনুরোধ করেছিলেন। তা না হলে নাদেলার আয় আরও ৫০ লাখ ডলার বাড়ত।

বিশ্বের অন্যান্য প্রযুক্তি কোম্পানির মতো মাইক্রোসফটও চলতি বছর বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছে; এর মধ্যে তাদের গেমিং বিভাগের অনেক কর্মীও আছেন।

মাইক্রোসফটের বেতন নির্ধারণ কমিটি শেয়ারহোল্ডারদের বলেছে, কোম্পানি বেশ ভালো করেছে এবং নাদেলাও এ বিষয়ে একমত।

কমিটি আরও জানিয়েছে, মাইক্রোসফট যে কিছু সাইবার হামলার শিকার হয়েছে, তার জন্য নাদেলা ব্যক্তিগতভাবে দায়বোধ করেন। সে জন্য তিনি কমিটির কাছে লভ্যাংশ কমানোর অনুরোধ করেছিলেন।

মাইক্রোসফটের বেতন নির্ধারণ কমিটি বলেছে, সত্য নাদেলার লভ্যাংশ ও প্রণোদনা অর্ধেকের বেশি কমিয়ে ৫২ লাখ ডলার করা হয়েছে; এই অঙ্ক তাঁর মোট আয়ের ৭ শতাংশের কম। গত বছর তাঁর আয়ের বড় অংশই এসেছে স্টক থেকে, যার পরিমাণ ৭ কোটি ১২ লাখ ডলার।

গত বছরের জুলাই মাসে এক সাইবার হামলার শিকার হয়েছিল মাইক্রোসফট। হ্যাকাররা মাইক্রোসফটের সার্ভারে ঢুকে সরকারি সংস্থাসহ অন্তত ২৫টি প্রতিষ্ঠানের ই-মেইলে ঢুকে যায়। তখন মাইক্রোসফট জানিয়েছিল, চীন থেকে সেই হামলা করা হয়েছে; যদিও লন্ডনের চীন দূতাবাস সেই অভিযোগ ‘ভুল তথ্য’ হিসেবে আখ্যা দিয়েছিল।

চলতি বছরের জুলাইয়ে বিশ্বজুড়ে প্রযুক্তিবিভ্রাট দেখা দেয়। সে ঘটনায় মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ব্যবহার করা অধিকাংশ কম্পিউটার আক্রান্ত হয়। এতে এভিয়েশনসহ অনেক সেবা খাত ক্ষতির মুখে পড়ে; যদিও সেটি সাইবার হামলা ছিল না। তবে জুলাইয়ের শেষ নাগাদ আরেকটি হামলার শিকার হয় মাইক্রোসফট। সে জন্য তারা ক্ষমতাও চায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com