মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
ভিশন বাংলা প্রতিবেদন: গত ২৪ অক্টোবর নীলফামারীর স্থানীয় ”দৈনিক নীলকথা পত্রিকায় ’দু’সন্তানের জননীকে নিয়ে উধাও’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন আবু তাহের ওরফে গাঠু।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, রাশিদা বেগমের সাথে গত (১৫ মে) তার প্রথম স্বামীর সঙ্গে সর্ম্পক্য বিছিন্ন হয়। এরপর তিনি ইসলামিক নিয়ম ও ইদ্দত পালন শেষে গত ২৮ আগস্ট সরকারী কোট এফিডেভিট (কোর্ট মেরেজ) বা কাজির মাধ্যমে বিয়ে করেন। বর্তমানে দুই বউ ও পরিবার নিয়ে ভালোভাবে জীবনজাপন করছি আর এতেই পরে কুচক্ষু, এরপর থেকে নানা ধরনের কথা লুটিয়ে বেড়াচ্ছে একটা মহল। আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে এতে আমি সামাজিক, মানষিক নানাভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পত্রিকাগুলোর বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।
সর্বোপরি আমাকে নানাভাবে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদগুলি প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদগুলি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি উক্ত সংবাদগুলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।
সচেতন মহল বলছেন, প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও মনগড়া সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাপানো হয়েছে, যা একটি কুচক্রী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াসমাত্র। আমরা প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।